নিয়োগ দুর্নীতি মামলায় ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব CBI-এর, হবে বয়ান রেকর্ড

নিয়োগ দুর্নীতি মামলায় ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব CBI-এর, হবে বয়ান রেকর্ড

 কলকাতা: গত শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান ধৃত চার প্রাথমিক  শিক্ষক৷ এরই মধ্যে সোমবার ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। এদিন সকাল থেকেই একের পর এক শিক্ষক সিবিআই দফতরে আসতে শুরু করেছেন। এই শিক্ষকদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের রেকর্ড করা হবে।
 

মুর্শিদাবাদের চার শিক্ষকের বয়ান রেকর্ড করে তাঁদের সাক্ষী হিসাবে দেখিয়ে চার্জশিট দিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআইয়ের এই ভূমিকায় অসন্তুোষ প্রকাশ করে আদালত৷ বিচারকের প্রশ্ন ছিল, এঁরা সাক্ষী কেন? এঁদের অভিযুক্ত হিসাবে দেখাতে হবে। কারণ, তাঁরাও একই অভিযোগে অভিযুক্ত৷ এর পরেই ওই চার শিক্ষককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি৷ 

এর পর থেকেই দফায় দফায় শিক্ষকদের ডেকে পাঠাতে শুরু করেছে সিবিআই। এর আগে বাঁকুড়ার সাত জন শিক্ষক সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন। তার পর আরও ১২ জন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এবার এক সঙ্গে ৫০ জন শিক্ষককে নোটিস পাঠায় সিবিআই৷ কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশে এবার বদলি দুর্নীতির তদন্তেও গাত দেবেন তাঁরা। ইতিমধ্যেই চারশ জন শিক্ষকের তালিকা চলে এসেছে তাঁদের হাতে৷ যাঁরা টাকার বিনিময়ে পছন্দমতো জেলা বা মহকুমায় বদলি নিয়েছেন বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *