নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি চাইল সিবিআই, তলব ৩৪ কর্মীকে

নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার কাছে নথি চাইল সিবিআই, তলব ৩৪ কর্মীকে

cbi 

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য যখন তোলপাড়, তখন প্রকাশ্যে আসে পুর দুর্নীতির অভিযোগ৷ হুগলির ব্যবসায়ী অয়ন শীলের সংস্থায় হানা দিয়ে একাধিক তথ্য হাতে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷ পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠাল সিবিআই। পাশাপাশি, পুরসভার ৩৪ জন কর্মীকেও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই প্রথম নয়, এর আগেও দুর্নীতি মামলায় পুরসভার ১৮ জন কর্মীকে তলব করেছিল সিবিআই। তদন্তকারী অফিসারদের জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁদের৷ এবার কামারহাটি পুরসভার ৩৪ জন কর্মীকে তলব করা হল। পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ‘‘সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে পুরসভার কর্মীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দফতরে হাজিরা দিচ্ছেন। সিবিআই যে সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে, সেগুলিও পাঠানো হয়েছে। এর পর যেমন যেমন নির্দেশ আসবে, তা মেনে চলা হবে।’’ 

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির হাতে ধরা পড়েন অয়ন শীল৷ তাঁর কটি সংস্থার মাধ্যমে রাজ্যর ১৪টি পুরসভায় কর্মী নিয়োগ করা হয়েছিল বলে জানতে পারে সিবিআই৷ তাদের দাবি, টাকার বিনিময়ে অবৈধ ভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে৷ এর সঙ্গে জড়িত ছিলেন সরকারি আধিকারিক, প্রভাবশালী নেতা-মন্ত্রী এবং বিধায়ক৷ যে সব পুরসভায়গুলি কেন্দ্রীয় সংস্থার নজরে আসে সেগুলির মধ্যে রয়েছে – উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদম, উত্তর দমদম, বরাহনগর, পানিহাটি, কামারহাটি, হালিশহর পুরসভা। বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল বরাহনগর পুরসভার কর্মী এবং আধিকারিকদের৷ তদন্তকারীদের দাবি, রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালানোর সময়েই নথি সংগ্রহ করা হয়৷ সেই সময় জিজ্ঞাসাবাদ করা হয় আধিকারিকদেরও৷ মূলত কেন্দ্রীয় তদন্তাকারী অভিসারদের নজরে ছিল ২০১৪ থেকে ২০১৯৷

সূত্রের খবর, ২০১৭-এ অয়নের সংস্থা বরাহনগর পুরসভায় প্রথম নিয়োগের বরাত পায়। ২০১৮-২০১৯ নাগাদ নিয়োগের পরীক্ষা হয়। ২০২০ সালে নিয়োগ দেওয়া হয়৷ অভিযোগ, ওই সময় পুরসভার কাউন্সিলরদের একাংশের নিকটাত্মীয়দের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়া হয়৷ চাকরি পান আশপাশের পুরসভার নেতাদের একাংশের নিকটাত্মীয়েরাও৷ এ ছাড়াও অন্যান্যরা নিয়োগ পান অয়নের সংস্থার মাধ্যমে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =