পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি

পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি

fea32f925a82c58a977bc1d8dc86a54a

কলকাতা: কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত এই তৃণমূল কাউন্সিলর৷ তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই তৃণমূল কাউন্সিরলের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ বাপ্পাদিত্যের বাড়ির দরজায় কড়া নাড়েন সিবিআই আধিকারিকরা। কিছুক্ষণ পর নিজে এসে দরজা খোলেন বাপ্পাদিত্য। সিবিআই আধিকারিকেরা নিজেদের পরিচয় দিয়ে ভিতরে ঢোকার পরই বাপ্পাদিত্যর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী৷ 

বাপ্পাদিত্য কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পাশাপাশি পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতকও বটে। তিনি রাজনৈতিক মহলে পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলর হিসাবেই পরিচিত৷ নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ  চট্টোপাধ্যায়। সম্প্রতি তাঁর হয়ে আদালতে মামলা লড়তে  এসেছিলেন ইডিরই এক প্রাক্তন আইনজীবী। পার্থের দাবি, তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ নেই। তাই তাঁকে জামিন দেওয়া হোক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *