cbi
কলকাতা: ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান সিবিআই-এর৷ পাশাপাশি মুর্শিদাবাদের মোট চার জায়গায় সিবিআই তল্লাশি শুরু হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তসংস্থা সূত্রে খবর৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ছ’টা থেকে শুরু হয় অভিযান৷ প্রথমেই সিবিআই আধিকারিকদের টিম পৌঁছয় বড়ঞার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী ঝন্টু শেখের বাড়িতে৷ যিনি কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ সেখানে তল্লাশি অভিযান চলার মাঝেই জানা যায় ডোমকলের বিধায়ক জাফিকুলের বাড়িতে হানা দিয়েছে সিবিআইয়ের চার সদস্যের দল।
সিবিআই আধিকারিকরা ভিতরে ঢুকতেই জাফিকুলের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমে বিধায়ক জাফিকুলের বাড়ি ঘিরে ফেলেন। ভিতরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করেন সিবিআই আধিকারিকরা। তবে তৃণমূল বিধায়ক বাড়িতে রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি৷ এর আগে গরু পাচার মামলায় সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়েছিল জাফিকুলকে৷ এনআইএ-র তদন্তকারীরাও ডোমকলের বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। তবে লক্ষ্মীবারে ঠিক কোন মামলায় তাঁর বাড়িতে সিবিআই অভিযান শুরু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।