কোথায় লুকিয়ে লালা? যুব তৃণমূল নেতার ভাইয়ের নামে লুক আউট নোটিস সিবিআইয়ের

কোথায় লুকিয়ে লালা? যুব তৃণমূল নেতার ভাইয়ের নামে লুক আউট নোটিস সিবিআইয়ের

eee3357130ce1ccb0b21ab9b00422c81

কলকাতা: কয়লা পাচারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই রাজ্যে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। কিছুদিন আগে রাজ্যের আইপিএস অফিসারদেরও এ বিষয়ে শমন পাঠানো হয়েছিল। এবার গুরুতর অভিযোগে তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হল সিবিআইয়ের তরফে।

সূত্রের খবর, যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের নামে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। অভিযুক্ত যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারেন সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত নিখোঁজ অনুপ মাঝি তথা লালার বাড়িতেও প্রোক্লেম অফেন্ডারের নোটিস লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে সিবিআই সূত্রের খবরে।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে অনুপ মাঝি ওরফে লালা নিজে থেকে হাজিরা না দিলে তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এদিকে তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের ছবিসহ সিবিআইয়ের নোটিস পাঠানো হয়েছে দেশের সমস্ত বিমানবন্দরে। দেশের বাইরে যাতে তিনি না বেরোতে পারেন সে উদ্দেশ্যে কড়া নজরদারিরও ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত বিকাশ মিশ্র প্রথম দিকে কয়লা লেনদেন সংক্রান্ত বিষয়ে যুক্ত ছিলেন না। তাঁর দাদা বিনয়ই এ বিষয়টা দেখাশোনা করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় দুর্নীতি। ‘ক্যাশ ফ্লো’ বেড়ে যাওয়ায় তৈরি হয় একাধিক কোম্পানি। ঢুকতে শুরু করে বিপুল টাকা। একা সবদিক সামলাতে না পেরে ভাইকেও নিজের সঙ্গে কাজে লাগান বিনয় মিশ্র। দুই ভাই মিলে কয়লা পাচার করে প্রচুর রোজগার করতে শুরু করেন বলে অভিযোগ সিবিআইয়ের তরফে। প্রভাবশালীরাও এ ব্যাপারে ঘুষ নিতেন বলে জানা গেছে।

সিবিআইয়ের অনুমান কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত অনুপ মিশ্র দেশে নেই। তিনি বাংলাদেশ হয়ে দুবাইতে গিয়েছেন বলে মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তাই বিকাশ মিশ্রও যাতে ওই একই কাজ করতে না পারেন তাই আগেভাগেই ব্যবস্থা নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, সিবিআইয়ের হাত থেকে বাঁচতে আইনজীবীদের সঙ্গে কথা বলতেও শুরু করেছেন বিকাশ মিশ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *