কলকাতা: সংসদে ‘প্রশ্নের বদলে ঘুষ’ মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই৷ খবর এএনআই সূত্রে৷
মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কিনা তা চূড়ান্ত হবে শীতকালীন অধিবেশনে। তার আগে সংসদে নগদের বদলে প্রশ্ন করার অভিযোগের তদন্তে নামল সিবিআই। লোকপালের নির্দেশেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই প্রাথমিকভাবে তদন্ত শুরু করল বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেয় দুর্নীতি-বিরোধী লোকপাল। তার পরিপ্রেক্ষিতেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারা সংস্থা। এই তদন্ত রিপোর্টের পরই স্থির হবে, মহুয়ার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা হবে কিনা৷ যদিও এ বিষয়ে মহুয়া শিবিরের দাবি, লোকপালের ওয়েবসাইটে এ সম্পর্কে কোনও কিছু বলা হয়নি। পরিকল্পিত ভাবে এ সব রটানো হচ্ছে।
CBI initiates inquiry against TMC MP Mahua Moitra to investigate allegations of “bribe for query” for raising questions in Parliament: CBI Sources
(file pic) pic.twitter.com/b2KykA2I7T
— ANI (@ANI) November 25, 2023
নিয়ম অনুযায়ী, প্রাথমিক তদন্তের সময় অভিযুক্তকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাতে পারবে না সিবিআই। কিন্তু চাইলেই কৃষ্ণনগরের সাংসদের কাছ থেকে প্রয়োজনীয় প্রশ্নের জবাব তলব করতেই পারে। তাঁকে সরাসরি প্রশ্নও করতে পারবে সিবিআই। মহুয়া বিরুদ্ধে প্রাথমিক তদন্তের পর সেই রিপোর্ট লোকপালের কাছে জমা দেবে কেন্দ্রীয় সংস্থা৷