হিমশৈলের চূড়া মাত্র! সম্পত্তি লুকিয়েছেন বিভাস, নথি তলব CBI-এর

হিমশৈলের চূড়া মাত্র! সম্পত্তি লুকিয়েছেন বিভাস, নথি তলব CBI-এর

cbi

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই নজরে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী৷ তাঁর সম্পত্তির হিসেব-নিকেশ চেয়ে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই-এর দাবি, বিভাস অধিকারীর নামে বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে। তিনি সেই সম্পত্তি লুকাতে চাইছেন৷ সূত্রের খবর, বিভাসের নামে কোথায় কটি বাড়ি, কতগুলি গাড়ি রয়েছে, সেই তথ্য জানতে চাওয়া হয়েছে। তাঁর আশ্রমের নামেও কোথায় কত জমি রয়েছে, সেই নথিও চেয়ে পাঠানো হয়েছে৷ 

গত সপ্তাহেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর তলবে সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন বিভাস। সেই সময়ই কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর কাছে সম্পত্তির খতিয়ান চান। সম্পত্তির নথি জমাও দিয়েছেন বিভাস৷ তাঁর ওষুধের ব্যবসা সংক্রান্তও একাধিক নথি খতিয়ে দেখার পর তদন্তকারীদের অনুমান,  যা দেখানো হয়েছে, তা কেবল মাত্র হিমশৈলের চূড়া, বিভাসের সম্পত্তি অনেক বেশি। সেই সম্পত্তিরই নাগাল পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ সিবিআই মনে করছে, তাপস মণ্ডলের অনেক আগেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হন বিভাস। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও ‘ঘনিষ্ঠ’ ছিলেন বীরভূমের এই নেতা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − six =