ভোটের আগে অতি সক্রিয় CBI, ED! একাধিক প্রশাসনিক কর্তাকে তলব, হাজিরা মদনের!

আসানসোলের প্রাক্তন পুলিশ কমিশনার এবং বাঁকুড়ার জেলাশাসককে তলব করেছে সিবিআই

26b6bf97c112936ef3eafa2778fae6e4

কলকাতা: ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা বেড়ে চলেছে ততই। ভোটমুখী বাংলার উত্তাপ বাড়িয়ে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক স্তরের হেভিওয়েট ব্যক্তিত্বকে তলব করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শুধু কয়লা পাচারই নয়, সারদা কাণ্ডসহ বিভিন্ন ঘটনায় রাজনৈতিক প্রশাসনিক আধিকারিকদের তলবে সিবিআইয়ের দোসর হয়েছে ইডি’ও।

কয়লা পাচার কাণ্ডের তদন্তের স্বার্থে আইপিএস অফিসার লক্ষ্মীনারায়ণ মীনাকে তলব করল করেছে সিবিআই, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। চলতি মাসেই তাঁকে সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন গোয়েন্দা আধিকারিকরা। ভোটের মুখে দিনের পর দিন কয়লা পাচার চক্রের সিবিআই তদন্ত যেভাবে চাঞ্চল্যকর মোড় নিচ্ছে তাতে উত্তাপ আরো বাড়ছে সন্দেহ নেই। জানা গেছে, লক্ষ্মীনারায়ণ মীনা নামক এই আইপিএস অফিসার ৩ বছর আসানসোলের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী ২৩ মার্চ সিবিআই অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া ২২ মার্চ সিবিআই দফতরে হাজিরা দিতে যাবেন পুলিশ ইনস্পেক্টর পার্থ ঘোষ।সিবিআইয়ের তলবের মুখে পড়েছেন বাঁকুড়া জেলার প্রাক্তন জেলা শাসক এস অরুণ প্রসাদ। ২৪ মার্চ তাঁর হাজিরার দিন ঠিক হয়েছে।

এদিকে এদিন সারদা কাণ্ডে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ২৫ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া রজত মুখোপাধ্যায়কে ২৪ মার্চ হাজিরা দিতে বলা হলেও তিনি ইডির অফিসে পৌঁছে যান আজই। তবে ভোটের আগে যে রাজনৈতিক নেতার তলব সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে তিনি মদন মিত্র। কামারহাটির এই তৃণমূল প্রার্থী আজই ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে গিয়ে হাজিরা দেন। হাজিরা দেন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তও। 

এখানেই শেষ নয়, মেট্রো ডেয়ারি মামলায় আইএস অফিসার রাজেশ কুমার সিনহাকে তলব করা হয়েছিল। ইডি দফতরে আজ জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন তিনিও। শেয়ার হস্তান্তর নিয়ে ওই একই মামলায় আগামী ২৪ মার্চ বি পি গোপালিকাকে তলব করেছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *