এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ! হাই কোর্টে জানিয়ে দিল CBI

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ! হাই কোর্টে জানিয়ে দিল CBI

high-court-ssc-case-hearing-commission-faces-question

cbi

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যথা সময়ে তদন্ত শেষ করল সিবিআই৷ তদন্ত শেষে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই রিপোর্টে বলা হয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ৷ হাই কোর্ট জানিয়েছে, এই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে।

এই মামলার সোমবার আলিপুর আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। চার্জশিটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ নবম-দশম নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের নাম উল্লেখ করা হয়েছে৷ গ্রুপ সি মামলার চার্জশিটে শিক্ষাদফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম রয়েছে বলে খবর। আগামী সপ্তাহে পেশ করা হতে পারে প্রাথমিক মামলায়র চূড়ান্ত চার্জশিট৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =