তৃণমূল বিধায়কের বাড়িতে এল টাকা গোনার যন্ত্র, কত টাকা রয়েছে? বাড়ছে জল্পনা

তৃণমূল বিধায়কের বাড়িতে এল টাকা গোনার যন্ত্র, কত টাকা রয়েছে? বাড়ছে জল্পনা

cbi

কলকাতা: ফের রাজ্যে টাকা উদ্ধার৷  ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই টাকা গুনতে আনা হল যন্ত্র। 

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে তৎপর সিবিআই৷ এদিন ভোরবেলায় মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুলের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল৷ শুরু হয় তল্লাশি। দুপুরের দিকে জানা যায়, বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ। তার পরিমাণ এতটাই বেশি যে, নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। সেই যন্ত্র দিয়েই টাকা গোনা হবে৷  কোথা থেকে এই বিপুল পরিমাণে টাকা এল, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানাননি বিধায়ক জাফিকুল।

প্রসঙ্গত, বিধানসভা অধিবেশনের জন্য বর্তমানে কলকাতায় রয়েছেন ডোমকলের বিধায়ক৷ এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে তাঁর বাড়িতে শুরু হয়েছে তল্লাশি৷ বাড়ির গ্যারাজের পিছন থেকে উদ্ধার হয়েছে দু’টি ব্যাগ৷ তাতে রয়েছে বিস্তর নথি৷ সেই সকল নথি খতিয়ে দেখা হচ্ছে৷ দুপুরের পর জানা যায়, জাফিকুলের বাড়ি থেকে মিলেছে বিপুল পরিমাণ নগদ টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =