পরিকল্পনা করেই চার নেতাকে গ্রেফতার CBI এর

পরিকল্পনা করেই চার নেতাকে গ্রেফতার CBI এর

কলকাতা:  নারদ মামলায় রাজ্যের ২ মন্ত্রী গ্রেফতার হওয়ার পর থেকেই নিজাম প্যালেসে সিবিআই-এর দফতরে অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন তিনি৷ নিজাম প্যালেসের ১৫ তলায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিকে জানা যাচ্ছে, রাজ্যের চার নেতাকে একসঙ্গে গ্রেফতার করার পরিকল্পনা ছিল সিবিআই-এর৷ সে কারণেই তাঁরা বাড়ি ছাড়ার আগেই সাত সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ওই চার নেতার বাড়ি ঘেরাও করে সিবিআই৷ ঘুণাক্ষরেও কেউ কিছু জানতে পারেননি৷ এর পর পরিকল্পনা মাফিক চার নেতার বাড়িতে হানা দেন এবং সোজা নিজাম প্যালেসে নিয়ে আসে৷ 

আরও পড়ুন- শোভনের পর তাঁর স্ত্রীকেও তলব! রত্না বললেন, ‘কেন ডেকেছে জানি না’

সিবিআই সূত্রে জানানো হয়েছে, আজই নারদ মামলায় চার্জশিট জমা দেওয়া হবে৷ তদন্তের কাজ সম্পূর্ণ৷ এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, চার্জশিটে ১৩ জনের নাম রয়েছে৷ তাহলে বাকিদের বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হল না? এর আগে বারবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সিবিআই-এর হাত থেকে বাঁচতেই মুকুল রায় ও শুভেন্দু অধিকারী বিজেপি’তে যোগ দিয়েছে৷ সেই প্রশ্ন আরও একবার তোলা হল৷ তৃণমূলের দাবি, এমন ভাবে গেম সাজানো হচ্ছে যাতে তৃণমূলের নেতাদেরই শুধু গ্রেফতার করা যায়, বিজেপি’র কোনও নেতা নয়৷ আর  শোভন চট্টোপাধ্যায়ের কথা বললে, বলতে হয় দলে থেকেই বিজেপি থেকে তিনি অনেকটাই সরে এসেছেন৷ 

এদিকে, সিবিআই-এর মুখপাত্র আরসি যোশী বলেন, ১৬ এপ্রিল ২০১৭ নারদ মামলা দায়ের করেছিল সিবিআই৷ আজ রাজ্যের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে৷ স্ট্রিং অপারেটরের কাছ থেকে সেই সময়ের জনপ্রতিনিধিদের টাকা নিতে দেখা গিয়েছিল৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =