কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট পেশ করল সিবিআই এবং সিট। ৮ নভেম্বর সিবিআই এবং সিটকে নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছিল। সোমবার, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ভোট-পরবর্তী হিংসা মামলায় নতুন স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়। প্রসঙ্গত, সিবিআই ৫০টিরও বেশি মামলার তদন্ত করছে এবং অনেক ক্ষেত্রে চার্জশিটও দাখিল করেছে।
আরও পড়ুন- করোনার থাবা এনআরএস-এ! আক্রান্ত কমপক্ষে ৬০
এর আগে গত ৪ অক্টোবর, সিবিআই এবং সিট সিল করা রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল। প্রায় এক মাস পর ফের শুনানি হয়। তাতে আবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আজ আবারও স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হল।
ভোট-পরবর্তী হিংসা মামলায় সোমবার সিট এবং সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছে সিট। ৬৮৯টি মামলার মধ্যে ১০টি মামলা ছাড়া বাকি রিপোর্ট দাখিল করা হয়েছে। বাকি দশটি মামলার রিপোর্ট এক মাসের মধ্যে পেশ করা হবে। তবে এই ১০টি মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে জানা গিয়েছে। বাকি ৩৮টি মামলার তদন্ত চলছে। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে এই রিপোর্ট পেশ করা হয়েছে৷
সিট ৫৭৩টি চার্জশিট জারি করেছে। বাকি মামলাগুলির তদন্ত রিপোর্ট শুনানির পরের দিন সিট-এর কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই ৫০টি মামলার তদন্ত করেছে। সিটকে দেওয়া হয়েছে ২টি। ১০টি শেষ হয়ে গিয়েছে৷ যারা এখনও গৃহহীন, তাঁদের তালিকা এদিন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে।
বাদী পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রাথমিকভাবে অভিযোগ করেন, শ্যামনগরে অনেকেই কাজে ফিরতে পারছেন না। তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল৷ তিনি বলেন, এটা তাদের ব্যবস্থাপনার সমস্যা। ইউনিয়ন নিয়ে সমস্যা আছে। অর্জুন সিং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, ব্যবস্থাপনায় ভুল আছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘‘ভোটের আগে চিঠিটি লেখা হয়েছে। স্থানীয় তণমূলের লোকজন তাঁদের কাজে ফিরতে দেয়নি।’’ অতিরিক্ত হলফনামা দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এজি বলেন, বাকি বিষয়ে ডিজিকে বলা হয়েছে, তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। সিবিআই থেকে বলা হয়েছে যে সিট তাদের কাছে ভোট-পরবর্তী সহিংসতার মামলাগুলি হস্তান্তর করবে। বাদীর আইনজীবী শামীম আহমেদ বলেন, ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হয়নি। এসআইটি যে রিপোর্ট দিচ্ছে তার কপি দিন। বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে শ্যামনগরের বিষয়টি নিয়ে ডিজিপিকে হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে৷
অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান-
ধর্ষনের অভিযোগ এসেছিল- ৬৪
ধর্ষনের অভিযোগ দায়ের হয়- ৩৯
ধর্ষনের দায়ের হওয়া অভিযোগ ক্লোজ-২১
ধর্ষনের লিখিত অভিযোগের তদন্ত চলছে-৪ ধর্ষনের লিখিত বাকিগুলো এখনও পরে আছে।
খুনের অভিযোগ- ৫১
খুনের চার্জশিট ফাইল- ১০
খুনের তদন্ত চলছে- ৩৮
খুনের মামলা সিটকে স্থানান্তর- ২