গরু পাচার মামলায় এবার নিজাম প্যালেসে কেষ্ট ঘনিষ্ঠ কেরিম

গরু পাচার মামলায় এবার নিজাম প্যালেসে কেষ্ট ঘনিষ্ঠ কেরিম

aa87b05192e233f10fef3078444137fe

কলকাতা: গরু পাচার মামলায় এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান৷ মঙ্গলবার কেরিমের বাড়িতে তল্লাশি চালানোর পর অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে তাঁরে একদফা জিজ্ঞাসাবাদও করেন সিবিআই আধিকারিকরা৷ বুধবার ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে৷ এই কেরাম খান অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত৷ অন্যদিকে, এদিন সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়  বোলপুরের তিনটি ব্যাঙ্কের আধিকারিকদের৷ অনুব্রতর লেনদেন নিয়ে তথ্য জানতে চলছে জিজ্ঞাসাবাদ৷ 

আরও পড়ুন- ‘ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলবই’, দলের একাংশকে খোঁচা দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সৌমিত্র

জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানের নানুরের বাড়িতে এর আগে যৌথ তল্লাশি চালিয়েছিল ইডি ও সিবিআই৷ গত অগাস্ট মাসে অনুব্রতর ডান হাত কেরিমের বাড়িতে পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়ে একাধিক নথি সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ঘটনার প্রায় দু’মাস পরে মঙ্গলবার শান্তিনিকেতনে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে কেরিমকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ উল্লেখ্য বিষয় হল, গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর এই প্রথমবার কেরিমকে জেরা করা হল। এরপর বুধবার তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরে মিলন মেলার আয়োজন করা হয়েছিল৷ সেখানে অনুব্রতকে নানাবিধ দামী উপহারে ভরিয়ে দিতেন তাঁর শিষ্য কেরিম খান। কখনও রুপোর মুকুট, কখনও রুপোর তরোয়াল। রুপোর পাচনও তুলে দিতে দেখা গিয়েছে কেরিমকে। ‘দাদা’ও তাঁর মাথায় দু’হাত রেখে ‘আশীর্বাদ’ করতেন। এই কেরিমের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নানুর, বোলপুর ও শান্তিনিকেতনে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর৷ কোনওটা  নিজের নামে। কোনওটা আবার  বেনামে। ‌