কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে উঠে এসেছে ব়্যাগিংয়ের অভিযোগ৷ এ বার মামলা হল কলকাতা হাই কোর্টে। সোমবার যাদবপুরকাণ্ডের সূত্র ধরেই রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেও ব়্যাগিংয়ের বিষয়টি তুলে ধরে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। চলতি সপ্তাহেই হতে পারে শুনানি।
বিশ্ববিদ্যালয়গুলিতে ব়্যাগিং, জুনিয়র ছাত্রছাত্রীদের উপর অত্যাচার রুখতে প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নামে একটি ব়্যাগিং-বিরোধী কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি একাধিক পরামর্শও দেয়৷ এর পরেই ব়্যাগিং বন্ধে ইউজিসি-র নয়া নির্দেশিকায় বলা হয়েছিল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হস্টেলের মতো জায়গায় সিসিটিভি-র মাধ্যমে নজরদারি চালাতে হবে৷
অভিযোগ, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি)-এর দেওয়া সেই নির্দেশিকা কোনও বিশ্ববিদ্যালয়েই সঠিক ভাবে পালন করা হচ্ছে না। মানা হচ্ছে না কোনও নিয়ম। সেই কারণেই শুধু যাদবপুর নয়, রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন ব়্যাগিং হয়ে চলেছে। যার মর্মান্তিক পরিণতিতে হিসাবে প্রাণ গিয়েছে যাদবপুরের ওই ছাত্রের।
র্যাগিং-বিরোধী কমিটির নির্দেশিকার বাস্তবায়ন করা হোক, আর্জি জানিয়েই সোমবার মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে। মামলাকারীর আবেদন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিই যেন ইউজিসি-র ওই কমিটির নির্দেশিকা মেনে চলার বন্দোবস্ত করা৷ তাহলেই কলেজে-বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দাপট কমানো সম্ভব হবে।