কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা৷ তাঁদের দাবিকে স্বীকৃতি দিয়ে রাজ্যে ৮২২ কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই মতো বাহিনী আসতেও শুরু করে দিয়েছে। পাশাপাশি ভোটে থাকছে রাজ্য পুলিশও৷ কিন্তু প্রশ্ন হল, কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ, কার নজরদারিতে হবে পঞ্চায়েত নির্বাচন? জবাব পেতে হাই কোর্টেও মামলা হয়েছে। কিন্তু তারই মাঝে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলেও তারা কাজ করবে রাজ্য পুলিশের অধীনে। এবার এটাই নিয়ম।”
বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ রাখার পক্ষেও সওয়াল করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু আদালতের নির্দেশ, দুই বাহিনী মিলিয়ে মিশিয়ে মোতায়েন করতে হবে। এর মাঝেই আধাসেনা চাওয়া নিয়ে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এটা বিজেপি, সিপিএম করিয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাওয়ার কারণ নেই৷” তাঁর আশ্বাস, “কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করলে রাজ্যের পুলিশ ব্যবস্থা নেবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে আমরা সম্মান করি। কিন্তু তারা এখন বিজেপি’র বাহিনী হয়ে গিয়েছে। তাই শঙ্কা তো থাকেই যাচ্ছে।”