কলকাতা: আজ বাংলায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ৩০টি বিধানসভা কেন্দ্রের ১৭১ জন প্রার্থীর মধ্যে জোর লড়াই হবে আজ। বাংলা বিধানসভা নির্বাচনের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও আজকেই হবে চূড়ান্ত ফয়সালা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তারই একসময়ের সহযোদ্ধা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। নজরে থাকবে সিপিআইএমের তরুণ রক্ত মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তবে শুধু এই তিনজনই নয়, বৃহস্পতিবারের ভোটে চোখ থাকবে আরও বেশ কয়েকজন হেভিওয়েট ও তারকা প্রার্থীদের উপর। আসুন দেখে নেওয়া যাক তারা কারা!
৫০ বছরে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে ভোটে প্রার্থী হলেন। তার ঘরের মাঠ ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে নিজেকে প্রার্থী করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নন্দীগ্রাম থেকেই বাম জমানার সমাপ্তির সূচনা করেছিলেন মমতা। তার উল্টো দিকে রয়েছেন তারই একসময়ের সহকারি শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বর মাসে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এবারের ভোটে নন্দীগ্রাম থেকে বিজেপির ট্রাম্পকার্ড অবশ্যই শুভেন্দু। অন্যদিকে বামফ্রন্টের সাদা চুলের ভিড়ে এবার উঠে আসছে তরুণ মুষ্টিবদ্ধ হাত। নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএমের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, উত্থান ছাত্র রাজনীতির হাত ধরেই। ২০১৮ সালে তিনি সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী নিযুক্ত হন। একই বছরে সদস্য হন সিপিআইএমের রাজ্য কমিটির। ডাকাবুকো নেত্রী ও সুবক্তা হিসেবে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ পরিচিতি লাভ করেছেন মীনাক্ষী।
বৃহস্পতিবার নজর থাকবে পোড়-খাওয়া রাজনীতিবিদ মানস ভুঁইয়ার দিকেও। সবং কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট যুদ্ধে নেমেছেন। ১৯৮২ সাল থেকে তিনি এই কেন্দ্রের বিধায়ক। প্রথম জীবনে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও পরে দল বদল করে তৃণমূলে যোগ দেন। দ্বিতীয় দফার নির্বাচনে আরও এক হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে ডেবরা। দুই প্রাক্তন আইপিএসের সামনাসামনি লড়াই হবে এই কেন্দ্রে। একদিকে যেমন রয়েছেন তৃণমূলের প্রার্থী হুমায়ুন কবির, অন্যদিকে বিজেপির তুরুপের তাস ভারতী ঘোষ। দীর্ঘকাল রাজ্য প্রশাসনের পুলিশ আধিকারিক হিসেবে যুক্ত ছিলেন হুমায়ুন। আবার প্রশাসনের একসময়ের ডাকাবুকো নাম ভারতী ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত ভারতী তৃণমূল সুপ্রিমোকে একসময় জঙ্গলমহলের মা বলেও ডেকেছিলেন। তিনিই এখন ডেবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
এদিন তৃণমূল ও বিজেপি দলের হয়ে ভোটের ময়দানে লড়বেন অভিনয় জগতের তিন তারকা। বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে প্রার্থী হয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘরের মাঠ খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তার হয়ে প্রচারে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আবার, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে অভিনয় করার পর এখন তিনি ডাকসাইটে রাজনীতিবিদও। শুধু অভিনেতা-অভিনেত্রীই, দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছেন খেলার জগতের তারকাও। ময়না কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি এখন পূর্ণ সময়ের রাজনীতিবিদ।