ছাতনায় কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব! ঘাড় ধাক্কা দিয়ে বার করা হল প্রার্থীকে, ধাক্কা সাংবাদিককে

ছাতনায় কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব! ঘাড় ধাক্কা দিয়ে বার করা হল প্রার্থীকে, ধাক্কা সাংবাদিককে

ছাতনা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সোচ্চার হয়েছিল হয়েছিল বিজেপি৷ কিন্তু ছাতনা বিধানসভার বাগজুড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রীতিমতো তাণ্ডব চালাল কেন্দ্রীয় বাহিনী৷ ধাক্কা দিয়ে বার করে দেওয়া হল প্রার্থীকে৷ ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হল সাংবাদিককে৷   

আরও পড়ুন-  প্রথম দফায় রিগিং কম হয়েছে! কমিশনকে ধন্যবাদ জানাল বিজেপি

এই কেন্দ্রে দলীয় প্রার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ করছিলেন ছাতনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশীস বটব্যাল৷ একই অভিযোগ জানান এই কেন্দ্রের নির্দল প্রার্থীও৷ তাঁরা জানান, বুথে ঢুকতে তাঁদের বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এই ঘটনার সত্যতা যাচাই করতেই উপস্থিত হয় সংবাদমাধ্যম৷ সেই সময়লাইভ ক্যামেরার সামনেই নির্দল প্রার্থীকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়৷ 

তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিজের মতো করে এখানে ভোট পরিচালনা করছে৷ ভিতরে রিগিং করা হচ্ছে৷ সে কারণেই প্রার্থীদের বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত অফিসারকে প্রশ্ন করা হলে গোটা বিষয়টি অস্বীকার করেন তিনি৷ বলেন, কাউকে ভিতের ঢুকতে বাধা দেওয়া হয়নি৷ সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে৷ নির্দল প্রার্থী তাঁদের চ্যলেঞ্জ ছুঁড়ে বলেন, আপনারা নিয়ম দেখিয়ে ভিতরে ঢুকতে দেননি৷ আপনার কাছে কী নিয়ম আছে দেখান৷ কিন্তু কোনও নিয়ম দেখাতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷  

আরও পড়ুন- TMC-কে ভোট দিলেই ছোলা মুড়ি! বিজেপির অভিযোগে তুঙ্গে তরজা

শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে এক তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট বলেন, বুথে দায়িত্বপ্রাপ্ত জওয়ানরা ভোটারদের নাকি প্রশ্ন করছেন, কে ভালো? দিদি ভালো না দাদা? কেন এই প্রশ্ন করা হবে? সেই প্রশ্ন তোলেন তাঁরা৷ প্রার্থীদের ভিতরে ঢোকা নিয়ে পোলিং প্রিসাইডিং অফিসারের বক্তব্য, কেন্দ্রীয়বাহিনী না চাইলে আমাদের কিছু করার নেই৷ এরই মধ্যে ছাতনা কেন্দ্রের নির্দল প্রার্থী বুথের ভিতরে ঢুকেই তাঁর হাত ধরে টেনে হিঁচড়ে সেখান থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কার পর তাঁকে রীতিমতো ঘার ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়৷ এমনকী সাংবাদিককেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়৷ ইলেকশন কমিশনের পাশ থাকা সত্ত্বেও ওই সাংবাদিককে বাধা দেওয়া হয়৷ এক কথায় রীতিমতো তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =