কোচবিহার: গ্রাম বাংলা কার? এই উত্তর এখনও মেলেনি৷ উত্তর আসার আগেই দিকে দিকে জ্বলতে শুরু করেছে অশান্তির আগুন৷ কোচবিহারে ভোটগণনা চলাকালীন ব্যালট পেপারে কালি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় কোচবিহার ১ ব্লকের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৪/৪১ নম্বর বুথে। কালি-কাণ্ডে মাঝপথেই থমকে গণনার কাজ৷
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, ভোট গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভর হঠাৎ করেই কেন্দ্রে ঢুকে আসেন। দেখেন ওই বুথে তৃণমূল কম ভোট পেয়েছে। বিজেপির পক্ষেই বেশি ভোট পড়েছিল৷ সেই ফল দেখার পরই তিনি ইচ্ছে করে ব্যালট পেপারের উপর কালি ঢেলে দেন৷ এই অভিযোগে ওই তৃণমূলের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়়িয়েছে কোচবিহার ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্রে।
কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রিঙ্কু। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হতেই নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে হাজির হন তিনি। ফলাফল বেগতিক দেখেই তিনি এই কাণ্ডটি বাধান৷ এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয় নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্র। পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়৷
এ প্রসঙ্গে বিজেপির এজেন্ট দ্বিজেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘‘যত দূর গণনা হয়েছিল, তাতে তৃণমূল মাত্র তিনটে ভোট পেয়েছিল। বিজেপির পক্ষেই বেশি ভোট পড়েছিল। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামী গণনাকেন্দ্রে সেই সময় বসেছিলেন। ভোট কম পড়ছে দেখে ওঁর স্বামী ওঁকে ইশারা করেন। সেটা দেখেই তৃণমূল প্রার্থী চেয়ার থেকে উঠে সোজা ব্যালটের কাছে চলে যান। ব্যালটের মধ্যে কালি ঢেলে সব ওলটপালট করে দেন।’’