‘মা’ হলেন অভিনেত্রী ঋ! সন্তানকে ডাকবেন তীর্থস্থানের নামে

‘মা’ হলেন অভিনেত্রী ঋ! সন্তানকে ডাকবেন তীর্থস্থানের নামে

child

কলকাতা: প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর৷ আপাতত একাকী জীবন তাঁর৷ শুটিং আর শরীরচর্চা নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী ঋ সেন। এবার তাঁর জীবনে এল নতুন এক সদস্য। মা হলেন ঋ৷

ছোট পর্দার চেনা মুখ ঋ সেন৷ সেখানে চুটিয়ে কাজ করছেন৷ তবে অনেক দিনই বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। ওয়েব সিরিজেও খুব একটা দেখা যাচ্ছে না অভিনেত্রীকে৷ খুব বেশি শিরোনামেও থাকেন না তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর আচমকা একটি পোস্ট ঘিরে শোরগোল৷  শুক্রবার রাতে তিনি হঠাৎ করেই জানালেন মা হওয়ার কথা৷ ঋ লিখেন, “আমি এখন থেকে এক জন মা।” এই পোস্টটি দেখে অনেকেরই চোখ ছানাবড়া৷ দাঁড়ান৷ ঋ কিন্তু কোনও সন্তানের জন্ম দেননি৷ বরং এক চারপেয়ে সারমেয়ের মা হয়েছেন অভিনেত্রী। সন্তানের নাম দিয়েছেন নবদ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =