গুচ্ছ দাবিতে মঙ্গল-বুধে কর্মবিরতির ডাক, সরকারি অফিসে ব্যহত পরিষেবা?

গুচ্ছ দাবিতে মঙ্গল-বুধে কর্মবিরতির ডাক, সরকারি অফিসে ব্যহত পরিষেবা?

call

কলকাতা: একাধিক দাবি পূরণের আর্জি জানিয়ে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সরকারি অফিসে কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ফলে কর্মীরা অফিসে এসে হাজিরার খাতায় সই করলেও, তাঁরা কোনও কাজ করবেন না। কর্মীরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে নামলে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও রাজ্য সরকার তরফে জানানো হয়নি। তবে কর্মীদের আন্দোলনে সরকারি অফিসগুলিতে যাতে কাজকর্ম ব্যহত না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

সরকারি অফিস ছাড়াও আদালত, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি জায়গাতেও যৌথ মঞ্চের সদস্যরা আছেন। ওই সব দফতরগুলিতে কর্মবিরতি হতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক এই দু’দিন সরকারি কর্মীদের অফিসে এসে স্বাভাবিক কাজকর্ম করার আহ্বান জানিয়েছেন, যাতে সরকারি পরিষেবা অব্যাহত থাকে। এই আন্দোলনকে উন্নয়ন ও কর্মচারী স্বার্থ বিরোধী বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, সরকারি কর্মীদের বিভ্রান্ত করতেই এই কর্মসূচি৷ 

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, সর্বভারতীয় মূল্য সূচক অনুযায়ী ডিএ দেওয়া, শূন্যপদে নিয়োগ, প্রতিহিংসা  মূলক বদলি বন্ধ এবং যোগ্য অস্থায়ী কর্মীদের নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই সব দাবি তুলে সাম্প্রতিককালে যৌথ মঞ্চ একাধিক কর্মবিরতি, ধর্মঘট, প্রতিবাদ মিছিল করেছে। গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল তাঁরা। যে সকল কর্মচারী ওই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের এক দিনের বেতন কাটা হয়। বেতন কাটার আশঙ্কায় তাই এবার ধর্মঘটে না গিয়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + sixteen =