কলকাতা: দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান দখল করল কলকাতা বিশ্ববিদ্যালয়। “সাংঘাই রাঙ্কিং বা ২০২০ অ্যাকাডেমিক রাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি” অনুযায়ী ভারতের মধ্যে সেরা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়ে ইতিমধ্যেই টুইট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ইতিমধ্যেই চলছে বিধানসভা নির্বাচন। তারমধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেরা হওয়ার খবর স্বাভাবিকভাবেই আলাদা উৎসাহ জোগাবে বাংলার মানুষকে।
সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী সেরার শিরোপা পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই রিপোর্টে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্য ব্যাপার, গতবছর এনআইআরএফ-এর তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে দুই ধাপ এগিয়ে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এই তালিকায় প্রথম পাঁচের মধ্যে নেই যাদবপুর। উল্লেখ্য, এই তালিকায় গতবছর কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল সাত নম্বরে, শীর্ষস্থান দখল করেছিল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। কিন্তু এক বছরের মধ্যে সার্বিক চিত্রটা বদলে গিয়েছে।
ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “কলকাতা বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান দখল করেছে এই খবর শোনার পর তিনি অত্যন্ত গর্বিত এবং উচ্ছ্বসিত।” উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান দখল করেছে বলেও জানান তিনি। একইসঙ্গে মমতা লেখেন, “গোটা রাজ্যের জন্য এটা গর্বের বিষয় এবং আমি সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা, গবেষক, পড়ুয়া এবং বাকি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য।”
Pleased to share that Calcutta University has been adjudged 1st among all Indian universities for merit & performance, as per the renowned Shanghai Ranking or Academic Ranking of World Universities 2020. CU has also ranked 3rd among all higher education institutes in India.(1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2021
It’s a proud moment for the whole state & I extend my heartfelt congratulations to all the teachers, researchers, students & everyone associated with the University of Calcutta for their earnest contribution and brilliant performance. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 2, 2021