প্রাথমিকের OMR-তথ্য উদ্ধারে যে কোনও সংস্থাকে দায়িত্ব দিন, সিবিআইকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা: ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সবরকম ভাবে সচেষ্ট হওয়ার নির্দেশ দিল আদালত৷ প্রয়োজনে প্রাথমিকে নিয়োগের মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে…

hihg court

কলকাতা: ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সবরকম ভাবে সচেষ্ট হওয়ার নির্দেশ দিল আদালত৷ প্রয়োজনে প্রাথমিকে নিয়োগের মামলায় ওএমআর শিট বা উত্তরপত্রের তথ্য উদ্ধার করতে অন্য সংস্থাকে দায়িত্ব দেওয়া হোক৷ নির্দেশ কলকাতা হাই কোর্টের। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, সার্ভারের মূল তথ্য উদ্ধার করে আনতে ব্যর্থ সিবিআই। এ বার অন্য কোনও সংস্থা নিয়োগ করা হোক। তা সে সরকারি হোক বা বেসরকারি৷ ছ’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।

 

যে কোনওমূল্যে নিয়োগ দুর্নীতির রহস্যভেদ করতে চাইছে আদালত৷ এদিন বিচারপতি মান্থা জানান, প্রয়োজনে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিতে পারে সিবিআই। উইপ্রো কিংবা টিসিএস-এর মতো সংস্থাও হতে পারে৷ এমনকি বিশেষ প্রয়োজনে প্রাথমিকের ওই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনও সংস্থাকে নিয়োগ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *