ঝুলনকে অনন্য সম্মান CAB-র, ইডেনের সঙ্গে জুড়তে চলেছে চাকদা এক্সপ্রেসের নাম

ঝুলনকে অনন্য সম্মান CAB-র, ইডেনের সঙ্গে জুড়তে চলেছে চাকদা এক্সপ্রেসের নাম

কলকাতা: নদিয়ার ছোট্ট শহর চাকদা থেকে শুরু হয়েছিল তাঁর লড়াই৷ এর পর বহু স্রোত পার করে ভারতের মহিলা ক্রিকেটের জার্সি গায়ে ওঠে ঝুলনের৷ কলকাতা ময়দানে সবার প্রিয় ‘ঝুলু’র একটু একটু করে পরিণত হয়ে ওঠার সাক্ষী থেকেছে ইডেন গার্ডেন্স। কিংবদন্তি রূপে যখন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেটের এই তারকা পেসার, তখন ঘরের মেয়েকে যোগ্য সম্মান দিতে প্রস্তুত ক্রিকেটের নন্দনকানন। 

আরও পড়ুন- ভারতের জার্সিতে আবেগে ঝুলন, শেষ ম্যাচকে স্মরনীয় করতে লর্ডসকে তুলে আনা হচ্ছে কলকাতায়

ঝুলনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ দিনেই বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা বড় ঘোষণা করেছে৷ সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, সৌরভের মতো ইডেনের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ঝুলন গোস্বামীর নামে।

প্রসঙ্গত, ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশপাশি পঙ্কজ রায়ের নামেও একটি স্ট্যান্ড রয়েছে। একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে প্রাক্তন সিএবি তথা বিসিসিআই ও আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়ার নামেও। সেই তালিকায় এবার জুড়তে চলেছে ঝুলন গোস্বামীর নাম। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইডেনের সঙ্গে জুড়তে চলেছে চাকদা এক্সপ্রেস৷ 

ঝুলনের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতেও উদ্যোগী হয়েছে বাংলার ক্রিকেট বোর্ড সিএবি। ভারতীয় সময় শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় ভারত-ইংল্যান্ড ম্যাচ৷ এই ম্যাচ আইনক্স ফোরামে বড় পর্দায় দেখানোর বন্দোবস্ত করা হয়েছে৷  বাংলার ক্রিকেটের সঙ্গে যুক্ত বহু মানুষ জড়ো হন ঝুলনকে শেষবার ভারতের জার্সি গায়ে দেখার জন্য৷ বাংলার উঠতি মহিলা ক্রিকেটাররাও হাজির ঝুলনের নামে পোস্টার নিয়ে।