ভোটের আগেই দেশ জুড়ে নয়া নাগরিকত্ব আইন! সোমেই কি CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি?

ভোটের আগেই দেশ জুড়ে নয়া নাগরিকত্ব আইন! সোমেই কি CAA নিয়ে বিজ্ঞপ্তি জারি?

caa effective modi shah

কলকাতা: সামনেই লোকসভা ভোট৷ তার আগেই দেশ জুড়ে চালু হয়ে যাহে সংশোধিত নাগরিকত্ব আইন  বা সিএএ। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুসারে, আজ, সোমবার সন্ধ্যাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার৷ তার পরেই সংসদে সিএএ বিল পাশ করিয়ে নেয় কেন্দ্র৷ ওই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম প্রধান দেশে ধর্মীয় সংখ্যালঘুরা উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে ভারত সরকার তাঁদের আশ্রয় দেবে।

সংসদের উভয় কক্ষেই এই বিল পাশ হয়৷ তাতে অনুমোদন দিন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কিন্তু, এতদিনে সিএএ কার্যকর করেনি মোদী সরকার৷ কোনও বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। সম্প্রতি মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর ২৪ পরগনার জনসভা করেন প্রধানমন্ত্রী৷ সেই সভা থেকে সিএএ নিয়ে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন, ‘‘ভোটের আগেই সিএএ কার্যকর হবে৷’’ সম্ভবত সেটাই হতে চলেছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 7 =