লোকসভা ভোটের আগেই সিএএ! দাবি কেন্দ্রের, তৃণমূল বলছে, ‘লোক দেখানো’

লোকসভা ভোটের আগেই সিএএ! দাবি কেন্দ্রের, তৃণমূল বলছে, ‘লোক দেখানো’

caa

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছে৷ এদিকে, সমুখেই লোকসভা নির্বাচন৷ এমতাবস্থায় কেন্দ্রের দাবি, ভোটের আগেই সিএএ ধারা তৈরি হয়ে যাবে৷ এই ধারা তৈরি হয়ে গেলে ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এ দেশে ঠাঁই নেওয়া ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার কাজও শুরু হয়ে যাবে বলে দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের৷ যদিও মোদী সরকারকে একহাত নিয়ে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই প্রতিশ্রুতি৷ সবটাই বাংলায় মতুয়া সমাজের ভোট টানার কৌশল৷ প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগেও ওই সিএএ আইন আনার প্রতিশ্রুতি দিয়েই ভোট চেয়েছিল বিজেপি। এ বারও ওই আইনকেই তুরুপের তাস করার কৌশল নিয়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =