নয়াদিল্লি: আজ থেকে পুনরায় শুরু হচ্ছে ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, সিএ মে ২০২১ ইন্টার ও ফাইলান পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া৷ পাশাপাশি আইসিএআই-এর তরফে ফর্ম-১৮ দেরিতে জমার ক্ষেত্রে বাড়তি ফি’র কথাও ঘোষণা করা হয়েছে৷ সিএ মে এক্সাম ২০২১-এর রেজেস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ৬ মে৷ রেজিস্ট্রেশন করতে হবে icai.org.- এ৷
আরও পড়ুন- করোনা পরিস্থিতিতে স্থগিত হবে JEE মেন মে সেসন? কী ভাবছে NTA?
আইসিএআই-এর তরফে বলা হয়েছে, এটাই সিএ মে এক্সাম ২০২১ এর জন্য আবেদনের শেষ সুযোগ৷ লেট রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের ৬০০ টাকা ফি জমা দিতে হবে৷ কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনা করেই পুনরায় সিএ পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেয় আইসিএআই৷ কী ভাবে সিএ মে এক্সাম ২০২১ এর জন্য আবেদন করতে হবে?
• সবার আগে ICAI-র ওয়েবসাইটে যেতে হবে৷
• এর পর হোম পেজে আসা CA login portal এ ক্লিক করতে হবে৷
• সিএ লগইন ক্রেজডেনশিয়াল এন্টার করে ফর্ম ফিলআপ করতে হবে৷
• এর পর অ্যাপলিকেশন ফি জমা দিত হবে৷
• সাবমিট করা অ্যাপলিকেশনের প্রিন্ট বার করে নিতে হবে৷
সিএ ফাইনাল, ইন্টারমিডিয়েট, পোস্ট কোয়ালিফিকেশন কোর্স সহ সিএ মে এক্সাম ২০২১ –এর জন্য অ্যাপলিকেশন উইন্ডো খোলা হচ্ছে আজ থেকে৷