সাড়ে ৬টা না বাজা পর্যন্ত এরা কমিশনকে পাগল করে দেবে, তোপ ফিরহাদের

সাড়ে ৬টা না বাজা পর্যন্ত এরা কমিশনকে পাগল করে দেবে, তোপ ফিরহাদের

কলকাতা:  সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ 

আরও পড়ুন- ১৪৪ লঙ্ঘনের অভিযোগ, পুলিশের সঙ্গে বচসায় প্রিয়াঙ্কা, রিপোর্ট চাইল কমিশন

এদিকে ফিরহাদ হাকিম বলেন, আজ সাড়ে ৬টা না বাজা পর্যন্ত কমিশনকে এরা পাগল করে দেবে৷ বুথ জ্যাম, ১৪৪ লঙ্ঘন নানা অভিযোগ তুলবে৷ উনি আত্মবিশ্বাসী ছিলেন যে বুথে উনি অভিযোগ তুলেছেন সেখানে ওঁর ভোটার রয়েছে৷ কেন বুথ জ্যাম হবে? মাইক্রো অবজার্ভাররা রয়েছেন৷ ভোটার কার্ড নিয়ে লোকে ভোট দিতে যাচ্ছেন৷ উনি নতুন ভোটে নেমেছেন তাই জানেন না, ভবানীপুরে এই সব কালচার নেই৷ এখানে মানুষ নিজের ভোট নিজে দেয়৷ আমিও যদি বুথ জ্যামের চেষ্টা কর তাহলে পুরো পাড়া আমার বিরুদ্ধে চলে যাবে৷  আর এখানে ১৮ কেন ৩০, ৫০, ৫০০০ কোম্পানি বাহিনী দিলেও কিছু যায় আসে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =