নয়াদিল্লি: ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার দৌলতে যে দেশ বিদেশের কত আজব কান্ড কারখানাই আমাদের সামনে আসে, ভাবলে আশ্চর্য না হয়ে উপায় নেই। গুরুগম্ভীর খবরের পাশাপাশি লঘু চালের সেই সমস্ত খবরে যেন প্রাণ পায় একঘেয়ে জীবন। এদিনের ভাইরাল ভিডিওটিও কিন্তু বয়ে এনেছে তেমন লঘু বিনোদনই।
হিন্দিতে একটি প্রচলিত কথা আছে যার অর্থ হল মহিষের সামনে ঢাক বাজানোর কোনো মানেই হয় না। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে বহুল প্রচলিত সেই কথা মিথ্যে হয়ে গেছে। মালকিনের সঙ্গে গানের তালে তালে উদ্দাম নাচ জুড়েছে খোদ মহিষ! ভাইরাল এই ভিডিও নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে রসিক মহলে।
ঠিক কী ছিল ওই ভিডিওতে? স্বল্পদৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা গেছে একটি মহিষ তার মালকিনের সঙ্গে গানের তালে তালে নাচছে। আর সেই মহিলাও রীতিমতো গান গেয়ে পা দুলিয়ে উৎসাহ দিচ্ছেন পোষ্যকে। নাচ শুরু করার আগে মহিষটির গায়ে একটি কম্বল জড়ানো ছিল। কিন্তু নাচের তালে তালে উত্তেজনায় কিছুক্ষণে্য মধ্যেই খুলে পড়ে যায় সেই কম্বলও।
ভাইরাল এই ভিডিওটির কোনো নির্দিষ্ট তারিখ জানা যায় নি। গোটা ভিডিও জুড়েই শোনা গেছে ওই মহিলা বলে চলেছেন “ঢোলক বাজদা”, আর সেই সঙ্গে মহিষটিকে নাচতেও বলছিলেন তিনি। এই দৃশ্য দেখে চারপাশ থেকে মানুষের হাসির আওয়াজও শোনা গেছে ভিডিওতে।
হিমাচল প্রদেশের এক অঞ্চল থেকে ওই ভিডিও ভাইরাল হয়েছে। রোজকার জীবনের টানাপোড়েন, ঘটনাপ্রবাহের মাঝে ট্রামে বাসে ফোন স্ক্রল করতে করতে মহিষের উদ্দাম নাচের ওই ভিডিও যে আপনার মুখেও হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য।