বাজেট ২০২০: কী চাইছেন প্রবীণ নাগরিকরা? কী দাবি তাঁদের?

বাজেট ২০২০: কী চাইছেন প্রবীণ নাগরিকরা? কী দাবি তাঁদের?

3 stocks recomended

নয়াদিল্লি: আগামী মাসের পয়লা তারিখে দ্বিতীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আগামী অর্থবর্ষে দেশের জাতীয় আয়–ব্যয়, বিনিয়োগ প্রভৃতির বিস্তারিত খতিয়ান তুলে ধরা হবে বাজেটে৷ বয়স, লিঙ্গ ভেদে সারা দেশের মানুষের নজর রয়েছে বাজেটের দিকে৷ বিভিন্ন বয়সী মানুষের এই বাজেটে একাধিক রকমের চাহিদা ও প্রত্যাশা রয়েছে৷ দেশের বরিষ্ঠ নাগরিকরাও তার ব্যতিক্রম নয়৷ বাজেট নিয়ে কী ভাবছেন অবসর নেওয়া চাকরিজীবীরা? 

এই মুহূর্তে অবসর নেওয়া চাকরিজীবীদের বার্ষিক একটি নির্দিষ্ট অঙ্ক তাদের আয়কর দিতে হয়৷ কিন্তু, অবসরকালীন ভাতা থেকে আয়কর মেটাতে অনেক সময়ে বেশ কঠিন হয়ে দাঁড়ায়৷  অনেক প্রবীণ নাগরিক আবার চাকরি থেকে অবসর গ্রহণের পর বা অন্য পেশায় থাকার কারণে একদা সঞ্চিত অর্থ ব্যঙ্কে গচ্ছিত রেখে সুদে ভিত্তিতে দিন গুজরান করেন৷ এদিকে বিগত এক বছরে ব্যাঙ্কের সুদের হার খুব অল্প দিনের ব্যবধানে কয়েক বার হ্রাস পেয়েছে৷  ফলে স্বাভাবিকভাবেই সুদের হ্রাস কমায় তাঁদের মাসিক আয়ও কমছে দ্রব্যমূল বৃদ্ধির যুগে৷ 

এখন আগামী অর্থবর্ষেও যদি ব্যাঙ্কের সুদের হার একই ভাবে কমতে থাকে তা অবশ্যম্ভাবী ভাবেই বিপদে ফেলবে বহু প্রবীন নাগরিককে৷  ফলে, তারা বয়স্ক নাগরিকদের জন্য আগামী বাজেটে আয়কর প্রদানের ক্ষেত্রে আয়ের উর্দ্ধসীমা বাড়ানোর আর্জি করছেন৷ শুধু তাই নয় একই সঙ্গে দিনে দিনে ব্যাঙ্কের সুদের হার কমে যাওয়ার ঘটনাও তীব্র আপত্তি জানিয়েছে তাঁরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eighteen =