লড়াই শেষে ভেন্টিলেশন থেকে মুক্ত বুদ্ধদেব, কথা স্ত্রী-কন্যার সঙ্গে

লড়াই শেষে ভেন্টিলেশন থেকে মুক্ত বুদ্ধদেব, কথা স্ত্রী-কন্যার সঙ্গে

ccabc6b199deb23d54830839e24a9255

কলকাতা: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ দীর্ঘ লড়াইয়ের পর ইনভেসিভ ভেন্টিলেশন আপাতত মুক্ত বুদ্ধবাবু৷ কথা বলেছেন স্ত্রী ও মেয়ের সঙ্গে৷ হাসপাতাল সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা৷

দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের ভর্তি রয়েছেন বুদ্ধবাবু৷ জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকে বুদ্ধবাবুকে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বাইপ্যাপে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে৷ তাঁর শরীরের বিভিন্ন মাত্রা এখনও নিয়ন্ত্রণে৷ রক্তচাপ ও হৃদগতি স্বাভাবিক রয়েছে৷ আগের থেকে বেশ কিছুটা উন্নতি হয়েছে তাঁর৷

ভেন্টিলেশন থেকে বার করে আনার সময় তাঁর জ্ঞান ছিল৷ কথা বলেছেন স্ত্রী-কন্যার সঙ্গে৷ ডাকলে সাড়াও দিচ্ছেন তিনি৷ চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধবাবুর শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি দেখা গিয়েছে৷ সাড়া দিচ্ছেন চিকিৎসায়৷ তাঁর শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে সোমবার ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *