কলকাতা: হঠাৎ অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ শ্বাস কষ্টের সমস্যা বাড়ায় তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ শনিবার বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম রয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন বুদ্ধদেবের। সেই অস্বস্তি ধীরে ধীরে আরও বৃদ্ধি পায়৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই মতো তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছয় অ্যাম্বুল্যান্স৷ বুদ্ধদেববাবুকে নিয়ে উডল্যান্ড হাসপাতালের দিকে রওনা হয়। সূত্রের খবর, রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডোর করে বুদ্ধদেবকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সে উপস্থিত রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাম্বুল্যান্সেই তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর আগেই সেখানে পৌঁছে যান বুদ্ধদেবের একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। হাসপাতালে ঢোকার মুখে সংবাদমাধ্যম তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও, তিনি কোনও কথা বলেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ইতিমধ্যেই চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছে৷
বুদ্ধদেব ভট্টাচার্যের সিওপিডি-এর সমস্যা রয়েছে। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু রক্তে অক্সিজেন মাত্রা ৭০ এ নেমে যায়। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২১ সালে তিনি করোনা আক্রান্তও হয়েছিলেন। সেই সময় বেশকিছু দিন নিভৃতবাসে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময় শারীরিক অবস্থার অবনতি হলে ২০২১-এর ২৫ মে আলিপুরের এই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল। ২০২১-এর ২ জুন আলিপুরের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় বর্ষীয়ান এই নেতা। তার পর কিছু দিন সিআইটি রোডের একটি নার্সিংহোমে ছিলেন তিনি।