রাতে বুকে ব্যথা, তড়িঘড়ি হল ইসিজি-এক্সরে! কেমন আছেন বুদ্ধদেব?

রাতে বুকে ব্যথা, তড়িঘড়ি হল ইসিজি-এক্সরে! কেমন আছেন বুদ্ধদেব?

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল বলে জানা গিয়েছিল। কিন্তু এরই মধ্যে গতকাল রাতে বুকে অস্বস্তি অনুভব করেন তিনি৷ সঙ্গে সঙ্গে ইসিজি করানো হয়। যদিও রিপোর্ট দেখার পর চিকিৎসকরা জানাচ্ছেন, চিন্তার কোনও কারণ নেই। পরে এক্সরে-ও করানো হয়। আজ, বৃহস্পতিবার ‘আল্ট্রা সাউন্ড’ করানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও রাইলস টিউবের মাধ্যমেই তাঁকে খাওয়ানো হচ্ছে। এরই মধ্যে আম খাওয়ার ইচ্ছে হয় তাঁর৷ চিকিৎসকদের অনুমতিক্রমে জিভে আমের স্বাদও নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানিয়েছেন, বুধবার রাতে হঠাৎই তিনি বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পরেই ইসিজি করানো হয়। তবে রিপোর্ট বলছে, উদ্বেগের কারণ নেই। তবে এক্সরে  রিপোর্টে দেখা যায়, কিছু অংশ অস্পষ্ট। তা হলে কি বুকে জল জমল? গত সোমবার বুদ্ধদেব ভট্টাচার্যের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তা হলে কি শেষ ৪৮ ঘণ্টায় অবস্থার পরিবর্তন ঘটল? সে সম্পর্কে নিশ্চিত হতেই বৃহস্পতিবার বুদ্ধদেববাবুর আল্ট্রা সাউন্ড করানো হবে। 

চিকিৎসকরা জানাচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ দিনের সিওপিডি রোগী। সিওপিডি আক্রান্ত রোগীদের বুকে অস্বস্তি হওয়াটা অস্বাভাবিক নয়। তবে এই অস্বস্তির অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার ‘আল্ট্রা সাউন্ড’-এর রিপোর্ট হাতে এলে এই বিষয়টি স্পষ্ট হবে৷ 

তবে  বৃহস্পতিবার সকালে বুদ্ধবাবুর মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসক ও ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলছেন তিনি। শারীরিক সুবিধা অসুবিধার কথা নিজেই জানাচ্ছেন৷ জানা গিয়েছে, শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চলবে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =