কলকাতা: দীর্ঘ লড়াই শেষে বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ উদ্বেগ কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অনুমতি মিললেও চলবে চিকিৎসা৷ বাড়িতে চলবে তাঁর চিকিৎসা৷ সপ্তাহকাল হাসপাতালযাপনের পর আজ সকালে তাঁকে ছুটি দেওয়া হয়৷
হাসপাতাল সূত্রে খবর, এখন বুদ্ধবাবুর যাবতীয় শারীরিক মাপকাঠি স্বাভাবিক৷ আগের মতো বাড়িতে তাঁর বাইপ্যাপের সাহায্যে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা নিরাময়ের চেষ্টা চলবে৷ গত ৯ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধবাবু৷ হাসপাতালে ভর্তির সময় অচেতন অবস্থায় ছিলেন৷ তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে৷ টানা ৭ দিন চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় কিছুটা সুস্থ হয়ে ওঠেন বুদ্ধবাবু৷ আজ সকালে তাঁর ছুটির খবর শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন বুদ্ধবাবু৷ চোখে-মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ৷