কলকাতা: কলকাতার পাঠভবন স্কুলে গিয়ে আজ ভোট দিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনা ভট্টাচার্য৷ তবে এবার ভোট দিতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এতদিন একসঙ্গেই ভোট দিয়েছেন তাঁরা৷ তাই এবার মন খারাপ, জানালেন বুদ্ধদেববাবুর স্ত্রী৷
আরও পড়ুন- সঙ্গী সেই হুইলচেয়ার, ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভোট দেওয়ার পর মীরা ভট্টাচার্য বলেন, ‘‘ওঁনার শারীরিক অবস্থা ভোট দিতে আসার মতো নয়৷ শরীর সঙ্গ না দিলে তো কিছু করার নেই৷ আমি কিছু বুঝতে পারছি না৷ আমি এতদিন ওঁনার জন্য বাড়ির বাইরে বেরতে পারিনি৷ ভোট দিতেই প্রথম বেরলাম৷’’
প্রসঙ্গত, এবার পোস্টাল ব্যালেট নয়, বরং বুথে গিয়ে ভোট দিতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জেদ কার্যত পরাজিত হল শারীরিক অসুস্থতা৷ এই প্রথম বিধানসভা নির্বাচনের উৎসবে সামিল হতে পারলেন না এই বাম নেতা৷ কোভিড পরিস্থিতিতে ভোট দিতে যাওয়ার অনুমতি মেলেনি চিকিৎসকদের তরফে৷ পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে৷ তাই এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ তিনি বালিগঞ্জ কেন্দ্রের ভোটার৷