সরকারের হাত ধরে বড় লাফ BSNL-এর, এবার কী করবে আম্বানির জিও?

BSNL 4G network in Ladakh লাদাখের প্রত্যন্ত অঞ্চলে এবার পাওয়া যাবে 4G নেটওয়ার্ক। ১৪,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় নেটওয়ার্ক বসানোর পরিকল্পনা নিয়েছে বিএসএনএল। এই প্রকল্পের মাধ্যমে…

BSNL 4G network in Ladakh

BSNL 4G network in Ladakh

লাদাখের প্রত্যন্ত অঞ্চলে এবার পাওয়া যাবে 4G নেটওয়ার্ক। ১৪,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় নেটওয়ার্ক বসানোর পরিকল্পনা নিয়েছে বিএসএনএল। এই প্রকল্পের মাধ্যমে শুধু ‘বিচ্ছিন্ন’ এলাকাগুলিই ‘সংযুক্ত’ হবে না, রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মোবাইল নেটওয়ার্কিং-এর দুনিয়ায় অন্যতম ‘বিগ বস’ মুকেশ অম্বানির রিলায়েন্স জিওকে৷ যারা কিনা মারকাটারি মার্কেটিং কৌশলের জন্য বিখ্যাত। (BSNL 4G network in Ladakh)

bsnl4

কনেক্টিভিটির উপর বিশেষ ফোকাস 4G network in Ladakh

কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন যে, দেশজুড়ে ইতিমধ্যেই ৩৫ হাজারেরও বেশি 4G টাওয়ার স্থাপন করা হয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে ১ লক্ষ টাওয়ার স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উদ্যোগের জন্য সরকার ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে৷ যার ফলে বিএসএনএল খুব দ্রুত উন্নতি করছে। কনেক্টিভিটির উপর বিশেষ ফোকাস রেখেছে বিএসএনএল। যার নেটওয়ার্ক অরুণাচল প্রদেশের মালাপু থেকে লাদাখের ফোবরাং পর্যন্ত বিস্তৃত।

bsnl 4g

দ্রুত বাড়ছে সাবস্ক্রাইবার সংখ্যা

বিএসএনএল-এর এই পদক্ষেপ দেখে দেশের শীর্ষ টেলিকম কোম্পানিগুলো রীতিমতো হতবাক। জিও, এয়ারটেল এবং ভিআই-এর মতো বড়বড় কোম্পানিগুলো সম্প্রতি তাদের রিচার্জের খরচ বাড়িয়েছে। এর ফলে অনেক মানুষই খম খরচে যোগাযোগ পেতে বিএসএনএল-এর দিকে ঝুঁকেছে৷ বিএসএনএল-এর পরিষেবাও বেশ ভালো। TRAI-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-সালের জুলাই মাসে ২৯.৪ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বিএসএনএল৷ কমতে শুরু করেছে অন্যান্য কোম্পানিগুলির গ্রাহক সংখ্যা৷

BSnl2

bsnl challenge mukesh ambani reliance jio

বিএসএনএল-এর 4G নেটওয়ার্ক সারা দেশে ছড়াতে শুরু করেছে৷ খুব স্বাভাবিক ভাবেই এখন প্রশ্ন উঠছে যে, জিও কি এর মোকাবিলা করতে পারবে? টেলিযোগাযোগ ক্ষেত্রে খুব দ্রুত পরিবর্তন ঘটছে৷ মুকেশ অম্বানির পরবর্তী পদক্ষেপ কেবল জিওর ভবিষ্যতকেই নয়, বরং ভারতে টেলিযোগাযোগের ভবিষ্যতকেও নির্ধারণ করতে পারে, কারণ বিএসএনএল কনেক্টিভিটির ক্ষেত্রে অনেক এগিয়ে যাচ্ছে।

bsnl5

আরও পড়ুন-

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেলে চোখ ধাঁধানো অফার,

বছরের সবচেয়ে বড় সেল শুরু! 

মোবাইল নেই, সাদামাটা দু’কামরার ফ্ল্যাট! 

উধ্বমুখী সূচক! রিলায়েন্স পাওয়ারের শেয়ার বাড়ল ৫% 

HFCL share price: ১ বছরে ১৩৩% বৃদ্ধি!

 

Business: BSNL is launching its 4G network in remote regions of Ladakh, reaching heights of over 14,500 feet. This initiative aims to connect isolated areas and challenge Reliance Jio’s dominance. With 35,000+ towers installed, BSNL is set to revolutionize connectivity in India.