ফের সীমান্তে বিএসএফ-এর গুলি, মৃত এক বাংলাদেশি

ফের সীমান্তে বিএসএফ-এর গুলি, মৃত এক বাংলাদেশি

কলকাতা:  সীমান্তে অনুপ্রবেশ রুখতে ফের বিএসএফ-এর গুলি৷ কালিয়াচকে বিএসএফ-এর গুলিতে মত্যু হল এক বাংলাদেশি নাগরিকের৷ গতকাল রাত ১টা বেজে ৪০ মিনিট নাগাদ নওদা এলাকায় ঘটনাটি ঘটেছে৷ মৃত ব্যক্তি চোরাচালানকারী বলে বিএসএফ-এর দাবি৷  

আরও পড়ুন- EVM-এ ক্রমাগত তৃণমূলের বোতামে চাপ, বড়তলা পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত

এই ঘটনায় অভ্যন্তরীন তদন্ত শুরু করেছেন বিএসএফ অফিসাররা৷ প্রাথমিক ভাবে বিএসএফ আধিকারিকদের দাবি, গতকাল রাতে সীমান্তে মাদক পাচারের চেষ্টা চলছিল৷ ১০-১২ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এবং প্রায় ২০০ মিটার ভিতরে ঢুকে আসে৷ তাদের বাধা দিতে গেলে বিএসএফ-কে লক্ষ্য করে পাথর ছুড়েতে শুরু করে অনুপ্রবেশকারীরা৷ তাদের কাছে অস্ত্র ছিল বলেও দাবি বিএসএফ-এর৷ আত্মরক্ষায় এক রাউন্ড গুলি চালানো হয়৷ গুলি লাগে ওই যুবকের গায়ে৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতের বাড়ি বাংলাদেশের নবাবগঞ্জে বলে জানা গিয়েছে৷ 

মঙ্গলবার রাত ১টা ৪০ নাগাদ নওদা এলাকায় ঘটনাটি ঘটে৷ সেই সীমান্ত এলাকায় টহলদারি চালাচ্ছিল বিএসএফ-এর জওয়ানরা৷ এই ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষীদের চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও একটি লোহার দাঁ উদ্ধার করা হয়েছে৷ প্রসঙ্গত গত নভেম্বরেই বিএসএফের গুলিতে চার জনের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠেছিল কোচবিহারের সিতাই সীমান্ত। প্রথমে ২ বাংলাদেশি ও ১ ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও এক জনের দেহ উদ্ধার হয়। নিহতরা গরু পাচারকারী ছিলেন বলেই দাবি বিএসএফ-এর। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =