নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা! POCSO আইনে মামলা!

নাবালিকাকে যৌন নিগ্রহে অভিযুক্ত কর্নাটকের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা! POCSO আইনে মামলা!

yediyurappa

বেঙ্গালুরু: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় কর্নাটক৷ গত ২ ফেব্রুয়ারি যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে বলে জানান ১৭ বছরের ওই কিশোরীর। তাঁর মা জানান, ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তাঁর মায়ের সঙ্গে ঘটা এক প্রতারণার ঘটনায় সাহায্য চাইতেই ইয়েদুরাপ্পার সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়েটি। সেই সময়ই যৌন নিগ্রহের শিকীর হন তিনি৷ উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিএস ইয়েদুরাপ্পা। ২০১৮ সালের মে মাসে অতি অল্প সময়ের জন্য এবং ফের ২০১৯ থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সা সামলান তিনি৷ 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =