‘কুস্তিগিরদের উপর বর্বর আচরণ বরদাস্ত নয়’, ভারতীয় কুস্তি সংগঠনকে সাফ জানাল বিশ্ব কুস্তি সংস্থা

‘কুস্তিগিরদের উপর বর্বর আচরণ বরদাস্ত নয়’, ভারতীয় কুস্তি সংগঠনকে সাফ জানাল বিশ্ব কুস্তি সংস্থা

পর পর ঘটেই চলেছে বিতর্কিত কিছু ঘটনা। কেন্দ্রবিন্দু আন্দোলনরত কুস্তিগির।যাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। যার নির্যাস কুস্তিগিরদের উপর জোরপূর্বক আচরণ। তাঁদের যন্তরমন্তর থেকে জোর করে তুলে দেওয়া থেকে নয়া সংসদ ভবনের বাইরে আন্দোলনরত অবস্থায় দেশের পদকজয়ী কুস্তিগিরদের আটক।সবমিলিয়ে কুস্তিগিরদের সঙ্গে হওয়া আচরণকে বর্বর বলেই মনে করছে বিশ্ব কুস্তি সংস্থা। যেখানে তাদের সাফ বিবৃতি 

•    বর্বর আচরণ কোনওভাবে বরদাস্ত নয়
•    সমস্যা সামাধানে এগিয়ে আসুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 
•    ভারতীয় কুস্তি ফেডারেশনের সাধারণ সভা না হলে বিপদ
•    সভা স্থগিত করলে ভারতীয় কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করা হবে

অভিযোগ মারাত্মক। ভারতীয় কুস্তি ফেডারেশন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। তাঁকে গ্রেফতারের দাবিতে পথে পদকজয়ী কুস্তিগিররা। তাঁদের রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। শান্তিপূর্ণ ধর্না থেকে তুলে দেওয়া হচ্ছে টেনে হিজরে। এমনকি নয়া সংসদ ভবনের চত্ত্বরে আন্দোলন করার দায়, তাঁদের জোরপূর্বক আটক করা হয়েছে। এই ঘটনার নিন্দা করেছে বিশ্ব কুস্তি সংস্থা। তাদের দাবি, কোনওভাবেই কোনও পরিস্থিতিতেই কুস্তিগিরদের এই পরিণতি প্রাপ্য নয়। এবার এই বিষয়ে আরও একটি গুরুত্বর্ণ দিক হল, যে সাধারণ সভার দাবি বিশ্ব কুস্তি সংস্থা করে চলেছে, সেই সভা এর আগে স্থগিত করেছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশন। ৪৫ দিনের মধ্যে এই সভা আয়োজনের কথা বলেছে বিশ্ব কুস্তি সংস্থা। যার হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীন। এই পরিস্থিতিতে, বিশ্ব কুস্তি সংস্থা ভারতকে নিষিদ্ধ করে দেওয়ার হুমকি কুস্তিগিরদের শক্তি বাড়াচ্ছে বলেই খবর। কারণ, গতকালই নিজেদের পদক গঙ্গায় ভাসাতে হরিদ্বারে গিয়েছিলেন কুস্তিগিররা। তাঁদের বাধা দেন কৃষক নেতারা। যাঁরা কুস্তিগিরদের আন্দোলনে অনেকদিন ধরে যুক্ত হয়েছেন। কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা দিয়ে পদক গঙ্গায় ভাসানোর থেকে আপাতত বিরত কুস্তিগিররা। গঙ্গায় পদক ভাষান দিয়ে অনশনে বসার হুমকি কুস্তিগিরদের। কারণ তাঁরা মনে করছেন এই দেশে তাঁদের জন্য আর কিছু নেই। বিশ্বজুড়ে কুস্তিগিরদের আন্দোলন ঘিরে প্রশ্নের ঝড়। এবার সেই প্রশ্ন তুলল সরাসরি বিশ্ব কুস্তি সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =