jyotipriya mallick
কলকাতা: মেয়ে প্রিয়দর্শিনীর পর সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর দাদা দেবপ্রিয় মল্লিককে৷ ইডি-র দফতরে গিয়ে এক পাতার চিঠি জমা দিয়ে এসেছেন তিনি। সোমবার সকাল ১০টা নাগাদ ইডি দফতরে ঢোকেন দেবপ্রিয়। ১১টার পর সেখান থেকে বেরিয়ে আসেন। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পরই সাংবাদিকদের মুখোমুখি হন জ্যোতিপ্রিয়ের দাদা৷ তিনি জানান, ইডি-র দফতরে জ্যোতিপ্রিয়ের একটি এক পাতার চিঠি জমা দেওয়ার ছিল৷ সেটাই দিতে এসেছিলেন। কিন্তু, চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাঁর কিছু জানা নেই৷
এই চিঠি জমা দিতেই রবিবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন মন্ত্রীকন্যা৷ কিন্তু, তিনি চিঠি জমা করতে পারেননি৷ রবিবার দাদা দেবপ্রিয় এসে তা জমা করেন৷ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, কী আছে ওই চিঠিতে? প্রশ্ন শুনেই দেবপ্রিয়র স্পষ্ট জবাব, ‘‘সেটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’’ বালুর স্বাস্থ্য নিয়েও মুখে কুলুপ দাদার৷ ভাই কেমন আছেন? সোমবার কি তাঁকে ছাড়া হবে? প্রশ্ন করা হলে দেবপ্রিয় বলেন, ‘‘সেটা হাসপাতালকে জিজ্ঞাসা করলেই ভাল হয়।’’