বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন নেইমার? কেমন আছেন তিনি? জানিয়ে দিল ব্রাজিল

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন নেইমার? কেমন আছেন তিনি? জানিয়ে দিল ব্রাজিল

দোহা:  বিশ্বকাপের শুরুতেই এসেছিল ধাক্কা৷ সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেই ডান পায়ের গোড়ালিতে চোট পান নেইমার। চোটের কারণেই দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি ব্রাজিল অধিনায়ক৷ তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন কোচ তিতে৷ বলেছিলেন, চোট সারিয়ে ওঠার ক্ষমতা রাখে ও৷ চোট সারিয়ে মাঠে নেমে পড়বেন নেইমার৷ কিন্তু তেমনটা হয়নি। এমনকি ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও খেলতে পারবেন না ব্রাজিলের এই তারকা৷

আরও পড়ুন- প্রমোদতরী ছেড়ে হঠাৎ কাতারের হোটেলে ইংল্যান্ড ফুটবলারদের স্ত্রী, বান্ধবীরা, হঠাৎ কী হল?

২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে ছাড়াই ১-০ গোলে জেতে হলুদ জার্সির দল। গ্রুপের শেষ ম্যাচেও হয়তো দেখা যাবে না অধিনায়ককে৷ রড্রিগো বলেন, “নেইমারের জ্বর হয়েছে। তবে এখন অনেকটাই ভালো। সুস্থ হয়ে ওঠার পথে৷” নেইমারের পাশাপাশি চোট রয়েছে রাইট ব্যাক ড্যানিলো এবং অ্যালেক্স স্যান্দ্রোরও। ফলে ক্যামেরুনের বিরুদ্ধে নেইমার, ড্যানিলো এবং স্যান্দ্রোর মধ্যে কাউকেই যে পাওয়া যাবে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন রড্রিগো৷ 

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের জয় হোটেলে বসেই উপভোগ করেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন৷ তখনই দেখা গিয়েছিল তাঁর ডান পায়ের গোড়ালি ফুলে রয়েছে। ব্রাজিল যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরেও যায়, তাহলেও প্রি-কোয়ার্টারে উঠবে৷ তবে তেমনটা হলে গ্রুপের দ্বিতীয় স্থানে চলে যেতে পারে তারা। সেটা কোনও ভাবেই চাইবেন না রড্রিগোরা।

এদিকে, দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র বলেন, জ্বরের পাশাপাশি মাথা যন্ত্রণাও রয়েছে নেইমারের। চিকিৎসককে সে কথা জানানো হয়েছে৷ নেইমার কবে সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলতে পারেননি চিকিৎসকেরা। গোড়ালির ফোলাও কেমনি৷ তবে দ্রুত চোট সারিয়ে ফেরার চেষ্টা করছেন নেইমার। প্রায় সারা দিনই দলের ফিজিয়োর সঙ্গে কাটাচ্ছেন।