‘থিয়েটারের লোকদের নিয়ে দেখান’, BJP-কে চ্যালেঞ্জ ছুঁড়লেন ব্রাত্য

বিজেপি ক্রিকেটারদের দলে টানার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ব্রাত্য বসু

কলকাতা: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক দলবদলের সাক্ষী থাকছে একুশের বাংলা, তাতে সাধারণ মানুষের জন্য ভোটের আগে আরো অনেক চমকই অপেক্ষা করছে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। দিন কয়েক আগেও দলবদল অধিকাংশ ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল রাজনীতির আঙিনাতেই, কিন্তু সাম্প্রতিক হিরিকে বিনোদন জগতের সঙ্গে মিশে যাচ্ছে রাজনীতি। টলিউডের পর্দায় চেনা তারকাদেরকেই দেখা যাচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়। টালিগঞ্জের এহেন  দলবদলকেই এদিন তীব্র কটাক্ষে বিঁধলেন রাজ্যের মন্ত্রী তথা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু।

টলি তারকাদের বিজেপিতে যোগদানকে আক্রমণ করে এদিন ব্রাত্য বসু বলেন এর পিছনে রয়েছে গেরুয়া শিবিরের পুঁজিবাদী লাভজনক উদ্দেশ্য। একই কারণে ক্রিকেটারদের বিজেপিতে আহ্বান জানানো হয় বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, “ক্রিকেটের সঙ্গে পুঁজি জড়িত। ক্রিকেটাররা ওঁদের প্রতিনিধি হন। আমাদের দলে থাকেন ফুটবলার, যে ফুটবল বাঙালির হাড়ে মজ্জায় মিশে আছে। কোনো ফুটবলারকে কি জনপ্রতিনিধি করবে বিজেপি?” এ প্রসঙ্গে অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেন ব্রাত্য বসু।

মূলধারার সংস্কৃতি আর তার গ্ল্যামারকে সমস্ত রাজনৈতিক দলই নির্দিষ্ট পরিসর দিয়েছে,কিন্তু বিজেপির বিনোদন জগতের সঙ্গে যোগ পুঁজির খোঁজে, বলেন ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “পুঁজি সিনেমার সঙ্গে সরাসরি যুক্ত থাকে, তাই সিনেমার লোকেরা দলবদল করে বিজেপিতে চলে যাচ্ছেন।” থিয়েটারের লোকেদের রাজনীতিতে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই বলেও গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানান ব্রাত্য বসু। তাঁর কথায়, “একটা থিয়েটার ব্যক্তিত্বকে বিজেপিতে নিয়ে দেখান, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। তিনি তৃণমূল করতে পারেন, নাও করতে পারেন কিন্তু বিজেপিতে যাবেন না।”

উল্লেখ্য, সম্প্রতি টলিউড থেকে গেরুয়া রাজনীতিতে পা রেখেছেন রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায় সহ এক ঝাঁক অভিনেতা। এদিন তাঁদেরকেই ঠুকেছেন নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =