‘গুজরাটের শিক্ষকরা পেনশন পান না’, বেতন কাঠামো নিয়ে শাহী-আক্রমণ ব্রাত্যর

অমিত শাহ বাংলার শিক্ষকদের বেতন কাঠামোর নিশ্চয়তা দেওয়ার কথা বলেছিলেন, এদিন তাকেই তুলোধুনো করেন ব্রাত্য বসু

কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে নানা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক বাদানুবাদে ক্রমেই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। একদিকে যেমন দলীয় নেতাদের দলবদলে দিশাহারা শাসকদলকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে বিজেপি, অন্যদিকে ক্ষমতা দখলে মরিয়া তৃণমূলও। এমতাবস্থায় গেরুয়া শিবিরের নেতৃত্বকে এদিন ফের একবার তুলোধুনো করলেন রাজ্যের মন্ত্রী তথা প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। 

ভোটের আগে প্রাথমিক মাধ্যমিক প্রভৃতি বিভিন্ন স্তরে শিক্ষক নিয়োগ, বদলি কিংবা বেতন পরিকাঠামো নিয়ে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। নানা ক্ষেত্রে কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বাংলার মানুষ বঞ্চিত হয়ে থাকেন বলেই অভিযোগ করেছেন তাঁরা। সেই সঙ্গে বিজেপি ক্ষমতায় এলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর করে উপযুক্ত বেতন কাঠামো গঠন করা হবে বলেও ভোটের মুখে বড় আশ্বাস দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু এই দাবিকেই এদিন কার্যত নস্যাৎ করে দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

এদিন সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু বলেন, বিজেপি শাসিত রাজ্যে পার্শ্ব শিক্ষক তো দূর, স্থায়ী শিক্ষকদের বেতনও অনিয়মিত। গুজরাটে শিক্ষকদের পেনশন নিয়ে চরম টালবাহানা চলছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “যদি আপনি গুজরাটি ছবি দেখে থাকেন, সেখানে একজন শিক্ষক থাকবেনই যিনি পেনশন পাচ্ছেন না। ঠিক যেমন বাম আমলে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার দেখানো হত।” এহেন গুজরাট থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে এখানকার শিক্ষকদের ভবিষ্যতের নিশ্চিয়তা দিচ্ছেন, যা ব্রাত্য বসুর মতে নিতান্তই হাস্যকর। 

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সফরে এসে অমিত শাহ দাবি করেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার করা হবে। কেন্দ্রীয় ধাঁচে শিক্ষকদের বেতন কাঠামো নির্দিষ্ট করার অঙ্গীকারও করেছেন তিনি। উন্নয়নের স্বার্থে কেন্দ্রে ঐ রাজ্যে এক সরকার গঠনের আর্জি জানিয়েছেন বাংলার মানুষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =