কালোবাজারিতে ক্ষুব্ধ বোস, ইডেন ম্যাচের টিকিট সিএবিকে ফেরত পাঠালেন রাজ্যপাল

কালোবাজারিতে ক্ষুব্ধ বোস, ইডেন ম্যাচের টিকিট সিএবিকে ফেরত পাঠালেন রাজ্যপাল

bose

কলকাতা:  ইডেনে বিশ্বকাপের ম্যাচ, তাও আবার ভারতের৷ এহেন ম্যাচে যে টিকিটের চাহিদা থাকবে, সেটাই স্বাভাবিক৷ কলকাতায় টিকেটের হাহাকার৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সোজা সাপটা বক্তব্য, এমন চাহিদা আগামী দিনেও থাকবে। কিন্তু ইডেনে ভারত-সাউথ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে উঠেছে কালোবাজারির বিস্ফোরক অভিযোগ৷ যা হালফিলে দেখা যায়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে রবিবারের ম্যাচের চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। রাজভবন সূত্রে খবর, ওই চারটি টিকিটই নাকি ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল৷ তাঁর বাসভবনের খুব কাছে ভারতের ম্যাচ হলেও, মাঠে যাবেন না বোস৷  

রাজভবনের মুখপাত্র টিকিট প্রসঙ্গে বলেন, ‘‘ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য রাজ্যপালের কাছে চারটি টিকিট পাঠিয়েছিল সিএবি। কিন্তু যে ভাবে ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ রাজ্যপালের কাছে জমা পড়েছে, তাতে তিনি ওই ম্যাচ দেখতে ইডেনে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাই  আমরা সিএবি-র কাছে টিকিট ফেরত পাঠিয়ে দিয়েছি।’’ তাঁর কথায়, ‘‘রাজ্যপাল সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজভবনে জায়ান্ট স্ক্রিন লাগানোর কথা বলেছেন৷ যেখানে বেশ কিছু সাধারণ মানুষকেও ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। তাঁদের সঙ্গে বসেই বিশ্বকাপের ম্যাচ দেখবেন রাজ্যপাল।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + three =