মিলল না অনুমতি, নেই অর্থও, রানাঘাটে ‘সবচেয়ে বড়’ দুর্গা পুজো হবে কি?

Boro Durga Permission Denied কলকাতা: মিলল না অনুমতি৷ ‘বাংলার সবথেকে বড় দুর্গা’র অনুমতি পেল না রানাঘাট। বিপদের আশঙ্কায় পুজোর অনুমতি দিলেন না নদিয়ার জেলাশাসক৷ তিনি…

Boro Durga Permission Denied

Boro Durga Permission Denied

কলকাতা: মিলল না অনুমতি৷ ‘বাংলার সবথেকে বড় দুর্গা’র অনুমতি পেল না রানাঘাট। বিপদের আশঙ্কায় পুজোর অনুমতি দিলেন না নদিয়ার জেলাশাসক৷ তিনি জানান, ওই পুজোর অনুমতি দিলে প্রবল ভিড়ের সম্ভাবনা রয়েছে৷ প্রাণহানিও হতে পারে৷ সেই আশঙ্কার জেরেই পরিস্থিতি বিচার-বিবেচনা করে পুলিশ প্রশাসন ওই পুজোর অনুমতি দিচ্ছে না৷ ১১২ ফুট লম্বা দুর্গা প্রতিমা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য ছিল ক্লাব কর্তৃপক্ষের৷ অনুদান সংগ্রহের মাধ্যমে পূজার আয়োজনও চলছিল। কিন্তু, তাতে আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এর পরেই প্রশাসন পুজোর অনুষ্ঠান বন্ধ করে দেয়। (Boro Durga Permission Denied)

boro durga

হাই কোর্টে চলছে মামলা Boro Durga Permission Denied

যদিও কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে৷ তবে জেলাশাসকের সিদ্ধান্তকেই মেনে নিয়েছে পুজো কমিটি৷ ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘গ্রামবাসীদের টাকায় পুজো করার হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, মামলা মোকদ্দমায় অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। মামলা লড়ার মতোও আর্থিক ক্ষমতা নেই। এই অবস্থায় জেলাশাসকের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায়ও নেই। হাই কোর্টে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে বলেও আলোচনা চলছে।’’

আরও পড়ুন-

মহালয়া: দেবী পক্ষের সূচনায় ঘাটে ঘাটে তর্পণ বাংলায় 

মহালয়ার সকালে ছাত্রকে পিষে মারল জেসিবি

RG Kar : গণবিদ্রোহে উল্টে যাবে সরকার?

Bengal: Nadia district administration denies permission for ‘Banglar Boro Durga’ in Ranaghat due to safety concerns. High Court case pending. Puja committee accepts decision citing financial constraints. Discussions on withdrawing the case are ongoing.