মুর্শিদাবাদ: ভোটের পর্ব মিটলেও অশান্ত মুর্শিদাবাদ৷ রবিবার সাত সকালে মুড়িমুড়কির মতো বোমা পড়ল সামশেরগঞ্জ, রানিনগরে। এদিন সামশেরগঞ্জের দোগাছি মধ্যপাড়ার ভোট কেন্দ্রে সংঘর্ষে জড়ায় কংগ্রেস ও তৃণমূল৷ মুহুর্মুহু গুলি আর বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে রাস্তা ফাঁকা ঘরে ঘরে ঢুকে পড়ে মানুষ। দু’পক্ষের গোলাগুলিতে জখম হন পিয়ারুল শেখ নামে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রবিবাসরীয় সকালে বোমাবাজিতে উত্তেজনা ছড়াল রানিনগরেও। তৃণমূলকে ভোট দেওয়ায় বোমাবাজির অভিযোগ উঠেছে এলাকায়। এমনকী আক্রান্ত পরিবারের বাড়ি লুঠ করার হয়েছে বলেও দাবি৷ এই ঘটনায় বেগম বিবি নামে এক মহিলা ও মেরাজ শেখ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁরা রানিনগর গ্রাম পঞ্চায়েতের চাকরান পাড়া এলাকার বাসিন্দা।
আক্রান্ত পরিবারের অভিযোগ, তৃণমূলকে ভোট দেওয়ার ‘অপরাধে’ তাঁদের দু’জনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে কংগ্রেস আশ্রীত দুষ্কৃতীরা। বোমার আঘাতে জখম হন দু’জনেই। রক্তাক্ত অবস্থায় তাঁদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোটের পরদিন সকালে রক্তারক্তি ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের আবহ৷ যদিও কংগ্রেসের ব্লক নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। দুই এলাকাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷