মাধ্যমিক পাশ? ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করছে BOI! রইল খুঁটিনাটি

আগামী ২২ মার্চের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়

উত্তর ২৪ পরগণা: করোনা অতিমারীর ফলে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে যে বিভীষিকার মুখোমুখি হয়েছিল সাধারণ মানুষ, ধীরে ধীরে কেটে গেছে তার মেঘ। কিন্তু লকডাউনের বেকারত্বের রেশ কাটতে এখনও হয়তো সময় লাগবে আরো খানিকটা। অতিমারী পরবর্তী এই সময়েই কয়েকটি শূন্যপদে চাকরির সুযোগ নিয়ে এল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (BOI)।

অফিস অ্যাটেন্ডেন্ট, ফ্যাকাল্টি, নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই হতে হবে উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা। এই জেলাতেই আপাতত বিওআইয়ের তরফে নিয়োগ করা হচ্ছে। কত বেতন বা কীভাবে আবেদন করতে হবে আসুন এখন জেনে নিই সেই খুঁটিনাটি। 

মোট শূন্যপদ: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫টি শূন্যপদে কর্মচারী নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। তার মধ্যে একটি অ্যাটেন্ডেন্ট, একটি ফ্যাকাল্টি, একটি নিরাপত্তারক্ষী এবং দুটি অফিস অ্যাটেন্ডেন্টের শূন্যপদ রয়েছে। এই পদগুলিতে আবেদন করার জন্য আগামী ২২ মার্চের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র। 

অ্যাটেন্ডেন্ট পদের প্রয়োজনীয় তথ্য: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতেই এই পদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাটেন্ডেন্ট পদে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হওয়া বাঞ্ছনীয়। এছাড়া থাকতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা। মোটামুটি ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার ব্যক্তিরা এই চাকরির জন্য আবেদন করার উপযোগী। কিন্তু তফসিলি জাতি উপজাতিদের বয়সের ক্ষেত্রে ৩ বছর এবং ওবিসিদের বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হবে। এই পদে চাকুরিরতদের বেতন ৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে হবে। অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কাঠামো ধার্য হবে।

নিরাপত্তারক্ষী পদের প্রয়োজনীয় তথ্য: এই পদে আবেদনকারীকে হতে হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ। বয়স এবং বেতন কাঠামো এক্ষেত্রে পূর্বোক্ত অ্যাটেন্ডেন্ট পদের মতোই। স্থানীয় ভাষায় লিখতে ও পড়তে সাবলীল হওয়া বাঞ্ছনীয়।

ফ্যাকাল্টি পদের প্রয়োজনীয় তথ্য: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফ্যাকাল্টি পদে আবেদনের জন্য প্রয়োজন স্নাতক উত্তীর্ণ হওয়ার ডিগ্রি। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে তফসিলি জাতি উপজাতি এবং ওবিসিদের জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। বেতন হবে ৫ থেকে ২০ হাজারের মধ্যে। 

অফিস অ্যাটেন্ডেন্ট পদের প্রয়োজনীয় তথ্য: অফিস অ্যাটেন্ডেন্টের দুটি শূন্যপদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে আবেদনকারীর স্নাতক ডিগ্রী ছাড়াও প্রয়োজনীয় কম্পিউটারের সাধারণ জ্ঞান। এই পদে আবেদনকারীর বেতনও হবে ৫ থেকে ২০ হাজারের মধ্যেই। ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তফসিলি জাতি উপজাতি এবং ওবিসিরা।

আবেদনের পদ্ধতি: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় উক্ত চাকরির জন্য আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২২ মার্চ। আবেদনপত্র লিখে যে ঠিকানায় পাঠাতে হবে তা হল – The Zonal manager, Bank Of India, Zonal Office Kolkata, Agriculture Finance and Financial Inclusion Department, 6tj floor, 5 B. 
T.M.sarani Kolkata 700001. আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স, জাতি এবং অভিজ্ঞতার নথি পাঠানো আবশ্যক। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *