দায়িত্বপ্রাপ্ত অফিসারই নেই, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করল পর্ষদ

দায়িত্বপ্রাপ্ত অফিসারই নেই, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করল পর্ষদ

board

কলকাতা: আর মাত্র দু’মাস বাকি৷ তার পরেই মাধ্যমিক পরীক্ষা৷ অথচ এখনও মধ্যশিক্ষা পর্ষদে উপসচিবের (পরীক্ষা) পদ খালি। গত সেপ্টেম্বর মাসে পূর্বতন উপসচিব মৌসুমী বন্দ্যোপাধ্যায় (ভদ্র) অবসর নেওয়ার পর সচিব সুব্রত ঘোষকেই উপসচিবের বাড়তি দায়িত্ব দিয়েছিল পর্ষদ৷ তবে এই সিদ্ধান্তকে ঘিরে পর্ষদের অন্দরেই একাধিক প্রশ্ন ওঠে৷ আধিকারিকদের একাংশের বক্তব্য, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ও গোপন বিষয় পরিচালনার জন্য একজন সুনির্দিষ্ট আধিকারিক থাকা উচিত৷ সেই দায়িত্ব একজন সচিব পালন করতে পারেন না। কারণ, মধ্যশিক্ষা পর্ষদে সচিব পদটি মনোনীত।

পর্ষদের উপসচিব (পরীক্ষা), উপসচিব (অর্থ) পদগুলির দায়িত্ব সামলান পর্ষদেরই পদোন্নতি হওয়া আধিকারিকরা। অন্যদিকে, উপসচিব (শিক্ষা), উপসচিব (প্রশাসন), সচিব এবং সভাপতির পদগুলি শিক্ষাদফতরের মনোনীত৷ বর্তমানে উপসচিব পরীক্ষা এবং অর্থ- এই দু’টি পদই ফাঁকা পড়ে রয়েছে। তবে, পরীক্ষার ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি আলাদা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *