blos
কলকাতা: ভোটার তালিকা সংশোধনের কাজে তাঁরা অন্যতম প্রধান স্তম্ভ। বছরভর ভোটার তালিকায় নাম সংশোধন সহ নানান কাজে ব্যস্ত থাকেন এ রাজ্যের বিএলও (booth level officer)-রা৷ কিন্তু বিএলও-দের অবস্থা অত্যন্ত খারাপ। বছরের মাত্র তিন-চার হাজার টাকা পান তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাথমিক শিক্ষক, কোথাও কোথাও হাই স্কুলের শিক্ষক, আইসিডিএস, আশা কর্মী, সহ চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে৷ এই কাজের জন্য সম্মানজনক ভাতা দেওয়া হয় না তাঁদের। এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, এবার শিক্ষক-শিক্ষিকাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। যতদিন তা না হচ্ছে এই অতিরিক্ত কাজের জন্য সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হোক।