EVM-এ ঘাসফুলের বোতামে কালির দাগ! কীসের ইঙ্গিত? তুঙ্গে তরজা

পুরুলিয়ার মানবাজার কেন্দ্রে এই অভিযোগ উঠেছে

পুরুলিয়া: প্রথম দফা ভোট শুরু হতেই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অশান্তির আঁচ। শনিবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে একাধিক বিধানসভা কেন্দ্র থেকেই। কোথাও রিগিং, কোথাও বা রাজনৈতিক কর্মীদের বচসা, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম প্রথম দিনের বঙ্গ ভোট।

ভোট বাক্সে তৃণমূলের প্রতীকের পাশে দেওয়া রয়েছে কালো দাগ, যেন ঠিক ওই বোতামটিতেই চাপ দেওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে ভোটারদের। এদিন পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্র থেকে ঠিক এমনটাই অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যেই তৃণমূলের বোতামের পাশে কালি দিয়ে দাগ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

সূত্রের খবর, মানবাজার বিধানসভা কেন্দ্রের মাগুড়িয়া হাইস্কুলের ১৬ নং বুথে ইভিএমে এমন কাজ করা হয়েছে। ঘটনার তীব্র সমালোচনা করেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, এদিন সকাল থেকে নানা জায়গায় ইভিএম কারচুপির অভিযোগ তোলা হয়েছে। কোথাও বলা হয়েছে বিজেপিতে ভোট দিলে তা চলে যাচ্ছে তৃণমূলের ঘরে, আবার কোথাও ঘাসফুলের ভোট যাচ্ছে পদ্মে। অভিনব পদ্ধতিতে ভোটারদের প্রভাবিত করারও একাধিক অভিযোগ শোনা গেছে। বিভিন্ন এলাকায় গ্রামবাসীদের মধ্যে ছোলা মুড়ি বিলি করে ভোট বাক্সে প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে প্রথম দিনেই ভোট উত্তেজনায় রীতিমতো কাঁপছে বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 5 =