নিজেরই দলের তোলাবাজিতে জেরবার বিজেপির যুব নেতা! দ্বারস্থ হলেন সমবায় মন্ত্রীর

মন্ত্রীর কথায়, ‘কে কোন দলের কর্মী আমি জানি না। আমার কাছে বহু মানুষ সাহায্যের জন্য আসেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করি। এই যুবকও এসেছিলেন। ওঁর সমস্যার কথা শুনেছি। নিরাপত্তার অভাব বোধ করছেন উনি। তাই থানার সঙ্গে কথা বলে ওঁর নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছি।’

50d22e5eeda120a670714ceae0abd2d9

কলকাতা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সংবাদের শিরোনামে আসার ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে। এ নিয়ে বিজেপি নেতাদের কটাক্ষ করতে দেখা যায় প্রায়শই। কিন্তু এবার খানিকটা একই ঘটনা ঘটল গেরুয়া শিবিরের অন্দরে।  

.
নিজেরই দলীয় কর্মীর কাছ থেকে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে বালির এক বিজেপি নেতার বিরুদ্ধে। তার অনতিবিলম্বেই, বৃহস্পতিবার সকালে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের দ্বারস্থ হন বালি মণ্ডলের যুব বিজেপি কর্মী সৌরভ পাল। 

সৌরভের অভিযোগ, ঘূর্ণিঝড়ে তাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাড়ি সারানোর জন্য দলের বালি মণ্ডল ১-এর সভাপতি রাধারঞ্জন গোস্বামীর শরণাপন্ন হন তিনি। তখনই রাধারঞ্জনবাবু তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চান। সৌরভ বলেন, ‘আমি ওই টাকা দিতে পারব না বলে জানালে কয়েক দফায় টাকা দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হয়। ২৮ আগস্ট বাড়ি থেকে ইট বালির গোলার দিকে যাচ্ছিলাম আমি। তখন আমাকে মারধরের হুমকি দিয়ে রাধারঞ্জন আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়।’ 

এই ঘটনার পর বাধ্য হয়ে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সৌরভ। কিন্তু, তারপর থেকেই ক্রমাগত তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাই অতিষ্ঠ হয়ে অবশেষে বৃহস্পতিবার রাজ্যের সমবায় মন্ত্রী ও তৃণমূল হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের দ্বারস্থ হন। 

মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, তিনি বালি থানার ওসিকে বিজেপি কর্মী সৌরভের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি হাওড়া পুরসভা থেকে অনুমতি নিয়ে তিনি যাতে তাঁর বাড়ি মেরামতি করতে পারেন তাও দেখা হবে বলে আশ্বাস দেন।

মন্ত্রীর কথায়, ‘কে কোন দলের কর্মী আমি জানি না। আমার কাছে বহু মানুষ সাহায্যের জন্য আসেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করি। এই যুবকও এসেছিলেন। ওঁর সমস্যার কথা শুনেছি। নিরাপত্তার অভাব বোধ করছেন উনি। তাই থানার সঙ্গে কথা বলে ওঁর নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছি।’

হাওড়া সদরের বিজেপির সভাপতি সুরজিৎ সাহা এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত আছে বলে পাল্টা অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, ঘূর্ণিঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হলে সরকারি সাহায্যের জন্য না গিয়ে কেন বিজেপির কার্যকর্তার কাছে যাবেন কেউ? তিনি বলেন, ‘পুরোটাই রাজনৈতিক চক্রান্ত। সৌরভের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।’

কিছুদিন আগেই এই বালিতেই রাজ্যের শাসকদলের এক নেতাকে প্রোমোটারের কাছ থেকে মোটা অঙ্কের তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার করে বালি থানা। এবার ওই একই অভিযোগ নিজের দলের বিরুদ্ধেই তুলে রাজ্যের মন্ত্রীর দ্বারস্থ হলেন বিজেপি যুব নেতা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *